সিজার ও অন্যান্য
১) সিজার
স্যার। পৃথিবীর প্রথম সিজার বেবি কে?
ছাত্র। জুলিয়াস সিজার।
২) লেকচার ও টক্
লেকচার দিতে গিয়ে যার ফ্র্যাকচার হয়েছিল,
সে এখন বকের মতো দাঁড়িয়ে টক্ দেয়।
৩) ফায়ার ইঞ্জিন
স্বামী রেগে ফায়ার। স্ত্রী ফায়ার ইঞ্জিন-এ ফোন করলো।
৪) রেডিও ও সিনেমা
মিতা। আমি ক্লাস টু থেকে রেডিও চালিয়ে পড়ি।
অর্ণব। কলেজে উঠলে তো সিনেমা হলে বসে পড়বি।
রিনা। ক্লাস টু থেকে যখন রেডিও চালিয়ে পড়েছে, তখন ও নিশ্চয় রেডিওলজিস্ট হবে।
রাজ। না, কলেজে উঠলে তো ও সিনেমা হলে বসে পড়বে, তাহলে নিশ্চয় ও সিনেমাটোগ্রাফার হবে।
৫) প্রপোজ
আগে প্রপোজ দু ভাবে করা হতো:
১) আমার ভালোবাসার ল্যাম্পপোস্টে তোমার প্রেমের ছাগল বাঁধা।
২) প্রেমের সাগরে আমি হ্যাংলা হাঙ্গর।
এখন এর ধরণ বদলে গেছে:
১) তোমার পদোন্নতির জন্য আমি নীলা ধারণ করেছি।
২) আমার পাপড়ির মতো ভালোবাসার গায়ে বিদ্ধ করলে তুমি শিং মাছের কাঁটা।
স্যার। পৃথিবীর প্রথম সিজার বেবি কে?
ছাত্র। জুলিয়াস সিজার।
২) লেকচার ও টক্
লেকচার দিতে গিয়ে যার ফ্র্যাকচার হয়েছিল,
সে এখন বকের মতো দাঁড়িয়ে টক্ দেয়।
৩) ফায়ার ইঞ্জিন
স্বামী রেগে ফায়ার। স্ত্রী ফায়ার ইঞ্জিন-এ ফোন করলো।
৪) রেডিও ও সিনেমা
মিতা। আমি ক্লাস টু থেকে রেডিও চালিয়ে পড়ি।
অর্ণব। কলেজে উঠলে তো সিনেমা হলে বসে পড়বি।
রিনা। ক্লাস টু থেকে যখন রেডিও চালিয়ে পড়েছে, তখন ও নিশ্চয় রেডিওলজিস্ট হবে।
রাজ। না, কলেজে উঠলে তো ও সিনেমা হলে বসে পড়বে, তাহলে নিশ্চয় ও সিনেমাটোগ্রাফার হবে।
৫) প্রপোজ
আগে প্রপোজ দু ভাবে করা হতো:
১) আমার ভালোবাসার ল্যাম্পপোস্টে তোমার প্রেমের ছাগল বাঁধা।
২) প্রেমের সাগরে আমি হ্যাংলা হাঙ্গর।
এখন এর ধরণ বদলে গেছে:
১) তোমার পদোন্নতির জন্য আমি নীলা ধারণ করেছি।
২) আমার পাপড়ির মতো ভালোবাসার গায়ে বিদ্ধ করলে তুমি শিং মাছের কাঁটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৮/২০২৪সুন্দর কৌতুক।