কুকুর বিড়াল ও অন্যান্য
১) কুকুর বিড়াল
স্ত্রী। মেয়েবেলায় মা আমাকে কুকুর দেখিয়ে ভাত খাওয়াতেন।
স্বামী। ছেলেবেলায় মা আমাকে বিড়াল দেখিয়ে ভাত খাওয়াতেন।
স্ত্রী। এখন তোমাকে দেখেই ভাত খাই।
স্বামী। আমিও তাই।
২) এমন নাম কেন হয়
বকখালিতে একটা বকও খালি গায়ে বসে থাকে না।
শিয়ালদহে কোনো শিয়ালকে দাহ করা হয় না।
হাতিবাগানে একটাও হাতি নেই।
বউবাজারে গেলে বৌ মেলে না।
৩) চাইনিজ
ঘটি শাশুড়ি। বৌমা, তোমার কি রান্না ভালো লাগে- ঘটি না বাঙাল?
বাঙাল বৌ। চাইনিজ।
৪) রুটি
দোকানদার। এই ছয়টা রুটি তালতলায় যাবে, এই চারটে রুটি বেলতলায় যাবে আর এই পাঁচটা রুটি নারকেলবাগানে যাবে।
সহকারী। রুটি গুলোতে কি জায়গা গুলোর নাম লেখা আছে!
দোকানদার। খরিদ্দারকে গুণে দিবি।
সহকারী। বলি, ছাদনাতলায় কোনটা যাবে!
৫) গামবুট
এমন লোক আছে, যারা শুকনো রাস্তা দিয়েও গামবুট পরে হাঁটে সাহেব বাবু সাজার জন্য! তাদের ভিতরের শূন্যতা আঠা দিয়ে জোড়া আর বাইরেটা রাবারের খোল!
স্ত্রী। মেয়েবেলায় মা আমাকে কুকুর দেখিয়ে ভাত খাওয়াতেন।
স্বামী। ছেলেবেলায় মা আমাকে বিড়াল দেখিয়ে ভাত খাওয়াতেন।
স্ত্রী। এখন তোমাকে দেখেই ভাত খাই।
স্বামী। আমিও তাই।
২) এমন নাম কেন হয়
বকখালিতে একটা বকও খালি গায়ে বসে থাকে না।
শিয়ালদহে কোনো শিয়ালকে দাহ করা হয় না।
হাতিবাগানে একটাও হাতি নেই।
বউবাজারে গেলে বৌ মেলে না।
৩) চাইনিজ
ঘটি শাশুড়ি। বৌমা, তোমার কি রান্না ভালো লাগে- ঘটি না বাঙাল?
বাঙাল বৌ। চাইনিজ।
৪) রুটি
দোকানদার। এই ছয়টা রুটি তালতলায় যাবে, এই চারটে রুটি বেলতলায় যাবে আর এই পাঁচটা রুটি নারকেলবাগানে যাবে।
সহকারী। রুটি গুলোতে কি জায়গা গুলোর নাম লেখা আছে!
দোকানদার। খরিদ্দারকে গুণে দিবি।
সহকারী। বলি, ছাদনাতলায় কোনটা যাবে!
৫) গামবুট
এমন লোক আছে, যারা শুকনো রাস্তা দিয়েও গামবুট পরে হাঁটে সাহেব বাবু সাজার জন্য! তাদের ভিতরের শূন্যতা আঠা দিয়ে জোড়া আর বাইরেটা রাবারের খোল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১৬/০৮/২০২৪ভীষণ মজার🤩🤩🤩