পাগল ও অন্যান্য
১) পাগল
স্বামী। ওগো, তুমি কি পাগল?
স্ত্রী। আমার পা লম্বা, গোল নয়।
২) ইনডাকশন
স্ত্রী। দেখো, ইনজেকশন-এ কেমন ভাত হচ্ছে!
স্বামী। ওটা, ইনজেকশন নয়, ইনডাকশন।
৩) চা করো
স্ত্রী। চা করো না গো।
স্বামী। কি বললে আমায়, চাকর!
৪) অভিধান
ইংরেজি মাস্টার। ইংরেজি শিখতে চাও, ওয়ার্ড স্টক বাড়াও।
ছাত্র। ডিক্শনারি মুখস্থ করার কথা বলছেন, স্যার?
৫) রাগ
স্ত্রী। আমার মাথায় রাগ উঠে গেছে।
স্বামী। দাঁড়াও চায়ের জল চাপিয়ে দিই।
স্ত্রী। তোমার রাগ হোক, আমি ভাতের হাঁড়ি চাপাবো।
স্বামী। তোমার যা ঊর্ধ্বগামী, আমার তা নিম্নগামী। (বলেই শব্দ)!
৬) বাদ
নারীবাদ মানে নারীকে বাদ।
মানবতাবাদ মানে মানবকে বাদ।
জিন্দাবাদ মানে জিন্দা অর্থাৎ জীবিতকে বাদ।
স্বামী। ওগো, তুমি কি পাগল?
স্ত্রী। আমার পা লম্বা, গোল নয়।
২) ইনডাকশন
স্ত্রী। দেখো, ইনজেকশন-এ কেমন ভাত হচ্ছে!
স্বামী। ওটা, ইনজেকশন নয়, ইনডাকশন।
৩) চা করো
স্ত্রী। চা করো না গো।
স্বামী। কি বললে আমায়, চাকর!
৪) অভিধান
ইংরেজি মাস্টার। ইংরেজি শিখতে চাও, ওয়ার্ড স্টক বাড়াও।
ছাত্র। ডিক্শনারি মুখস্থ করার কথা বলছেন, স্যার?
৫) রাগ
স্ত্রী। আমার মাথায় রাগ উঠে গেছে।
স্বামী। দাঁড়াও চায়ের জল চাপিয়ে দিই।
স্ত্রী। তোমার রাগ হোক, আমি ভাতের হাঁড়ি চাপাবো।
স্বামী। তোমার যা ঊর্ধ্বগামী, আমার তা নিম্নগামী। (বলেই শব্দ)!
৬) বাদ
নারীবাদ মানে নারীকে বাদ।
মানবতাবাদ মানে মানবকে বাদ।
জিন্দাবাদ মানে জিন্দা অর্থাৎ জীবিতকে বাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।