চার বুড়ো বুড়ি ও অন্যান্য
১) চার বুড়ো বুড়ি
ঠাকুরদা সকলকে পায়ের তলায় রাখতে চান,
তাই তার হাঁটুতে বাতের ব্যথা বেড়েই যায়।
ঠাকুরমা সকলের সাথে কোমর দুলিয়ে ঝগড়া করেন,
তাই তার কোমরে বাতের ব্যথা সম্পূর্ণ সারে না।
দাদু সকলকে জব্দ করবেন বলে ঘাড় বেঁকিয়ে ফন্দি আঁটেন,
তাই তার ঘাড়ে দারুণ স্পন্ডিলাইটিস।
দিদিমা সকলকে কনুই দিয়ে গুঁতো দেন,
তাই তার কনুই ফুলে টেনিস এলবো।
২) গরু
বিজয়। আমেরিকাতে গরুকে মাংস খাওয়ানো হয়, যাতে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়।
অজিত। শুনেছি, ওখানে বাঘ সিংহকে ঘাস খাওয়ানো হয়, যাতে তারা তোর মতো মানুষ হয়ে ওঠে।
৩) লাল কার
স্বামী। দাদা, লাল কার আছে।
দোকানদার। আছে।
স্বামী। এক গজ দিন তো।
স্ত্রী। আমি মাদুলি কোমরে পরবো।
স্বামী। তাহলে দশ গজ কার দিন।
৪) তেঁতুল পাতা
নতুন সিরিয়াল আসছে- তেঁতুল পাতা। এবারে আসবে: নিমপাতা এবং তারপরে: বিছুটি পাতা।
৫) বালিশ
বাবা। এই বালিশটা আমার। এটা তোর।
ছেলে। কই কারো নাম তো লেখা নেই!
বাবা। আমার বালিশে তুলোর বীজ হয়ে গেছে, তোর বালিশে বীজ নেই।
ছেলে। এবার তুলো গাছ উঠবে না তো?
ঠাকুরদা সকলকে পায়ের তলায় রাখতে চান,
তাই তার হাঁটুতে বাতের ব্যথা বেড়েই যায়।
ঠাকুরমা সকলের সাথে কোমর দুলিয়ে ঝগড়া করেন,
তাই তার কোমরে বাতের ব্যথা সম্পূর্ণ সারে না।
দাদু সকলকে জব্দ করবেন বলে ঘাড় বেঁকিয়ে ফন্দি আঁটেন,
তাই তার ঘাড়ে দারুণ স্পন্ডিলাইটিস।
দিদিমা সকলকে কনুই দিয়ে গুঁতো দেন,
তাই তার কনুই ফুলে টেনিস এলবো।
২) গরু
বিজয়। আমেরিকাতে গরুকে মাংস খাওয়ানো হয়, যাতে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়।
অজিত। শুনেছি, ওখানে বাঘ সিংহকে ঘাস খাওয়ানো হয়, যাতে তারা তোর মতো মানুষ হয়ে ওঠে।
৩) লাল কার
স্বামী। দাদা, লাল কার আছে।
দোকানদার। আছে।
স্বামী। এক গজ দিন তো।
স্ত্রী। আমি মাদুলি কোমরে পরবো।
স্বামী। তাহলে দশ গজ কার দিন।
৪) তেঁতুল পাতা
নতুন সিরিয়াল আসছে- তেঁতুল পাতা। এবারে আসবে: নিমপাতা এবং তারপরে: বিছুটি পাতা।
৫) বালিশ
বাবা। এই বালিশটা আমার। এটা তোর।
ছেলে। কই কারো নাম তো লেখা নেই!
বাবা। আমার বালিশে তুলোর বীজ হয়ে গেছে, তোর বালিশে বীজ নেই।
ছেলে। এবার তুলো গাছ উঠবে না তো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১২/০৮/২০২৪মেধাবী সৃষ্টি...