ফুঁ ও অন্যান্য
১) ফুঁ
রত্না। আমার স্বামী ফ্যান ছাড়া থাকতেই পারে না।
স্মৃতি। আমার স্বামী এসি ছাড়া থাকতেই পারে না।
সোমা। আমি ফুঁ দিয়ে বরের গায়ের ঘাম শুকিয়ে দিই।
২) কানে কম শোনা
স্ত্রী। তোমার জন্য দুটো ডিম একসাথে ভেজেছি।
স্বামী। জুতো ভেজেছো মানে!
৩) নতুন ব্যাখ্যা
উদার যদি উদরে দ্বার হয়,
তাহলে মজাদার মানে মগজে দ্বার
আর লেজেন্ডারি মানে লেজে দাড়ি।
৪) ভুল উচ্চারণ
স্যার 'এটসেট্রা' বলতে গিয়ে 'এক্সক্রিটা' বলে ফেললেন।
৫) সেই গ্রামের সেই ভদ্রমহিলা
সেই গ্রামের সেই ভদ্রমহিলা, যিনি হাসব্যান্ড-কে 'হাফপ্যান্ট' বলেন,
তিনি বললেন, 'আমাদের গিরামে কেরেন চলে গেছে কারণ ট্রান্সফার বিরাস করেছে'। গিরাম মানে গ্রাম, কেরেন মানে কারেন্ট, ট্রান্সফার মানে ট্রান্সফরমার আর বিরাস মানে বার্স্ট।
৬) আবার ভুল উচ্চারণ
স্ত্রী। আমার স্বামী টিরান্সফেয়ার হয়ে মালদা থেকে কলকাতায় চলে যাচ্ছে।
স্বামী। ওটা ট্রান্সফার।
রত্না। আমার স্বামী ফ্যান ছাড়া থাকতেই পারে না।
স্মৃতি। আমার স্বামী এসি ছাড়া থাকতেই পারে না।
সোমা। আমি ফুঁ দিয়ে বরের গায়ের ঘাম শুকিয়ে দিই।
২) কানে কম শোনা
স্ত্রী। তোমার জন্য দুটো ডিম একসাথে ভেজেছি।
স্বামী। জুতো ভেজেছো মানে!
৩) নতুন ব্যাখ্যা
উদার যদি উদরে দ্বার হয়,
তাহলে মজাদার মানে মগজে দ্বার
আর লেজেন্ডারি মানে লেজে দাড়ি।
৪) ভুল উচ্চারণ
স্যার 'এটসেট্রা' বলতে গিয়ে 'এক্সক্রিটা' বলে ফেললেন।
৫) সেই গ্রামের সেই ভদ্রমহিলা
সেই গ্রামের সেই ভদ্রমহিলা, যিনি হাসব্যান্ড-কে 'হাফপ্যান্ট' বলেন,
তিনি বললেন, 'আমাদের গিরামে কেরেন চলে গেছে কারণ ট্রান্সফার বিরাস করেছে'। গিরাম মানে গ্রাম, কেরেন মানে কারেন্ট, ট্রান্সফার মানে ট্রান্সফরমার আর বিরাস মানে বার্স্ট।
৬) আবার ভুল উচ্চারণ
স্ত্রী। আমার স্বামী টিরান্সফেয়ার হয়ে মালদা থেকে কলকাতায় চলে যাচ্ছে।
স্বামী। ওটা ট্রান্সফার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।