চালাক বোকা ও অন্যান্য
১) চালাক বোকা
অতি চালাকের গলায় দড়ি।
অতি বোকার পিছনে বাঁশ।
২) খাবার প্লেট
স্ত্রী। এই খাবার প্লেট গুলো দেখো, চিংড়ি মাছের ছবি আঁকা।
স্বামী। পাতে তো সেই পোনাই দেবে, তাহলে চিংড়ির প্লেট কিনে কি লাভ!
৩) পাগল
ডাক্তার। আপনি কি পাগল?
রোগী। জানি না, তবে গবেষণা চলছে।
৪) থ্যাংক ইউ
বাবা। শিক্ষিকাকে কেউ এই ভাবে 'থ্যাংক ইউ' লেখে?
ছেলে। তাহলে কি 'আই লাভ ইউ' লিখবো!
৫) ধর্মালম্বী
স্বাবলম্বী মানে যদি সাবুর লম্বা দানা হয়,
তাহলে ধর্মালম্বী মানে ধানের লম্বা দানা।
৬) ড্রেস
'সব সময় কোট প্যান্ট টাই পরে থাকবে'।
'ঘরেও কি আপনি কোট প্যান্ট টাই পরেন
না গামবুট পরে ঘুরে বেড়ান'?
অতি চালাকের গলায় দড়ি।
অতি বোকার পিছনে বাঁশ।
২) খাবার প্লেট
স্ত্রী। এই খাবার প্লেট গুলো দেখো, চিংড়ি মাছের ছবি আঁকা।
স্বামী। পাতে তো সেই পোনাই দেবে, তাহলে চিংড়ির প্লেট কিনে কি লাভ!
৩) পাগল
ডাক্তার। আপনি কি পাগল?
রোগী। জানি না, তবে গবেষণা চলছে।
৪) থ্যাংক ইউ
বাবা। শিক্ষিকাকে কেউ এই ভাবে 'থ্যাংক ইউ' লেখে?
ছেলে। তাহলে কি 'আই লাভ ইউ' লিখবো!
৫) ধর্মালম্বী
স্বাবলম্বী মানে যদি সাবুর লম্বা দানা হয়,
তাহলে ধর্মালম্বী মানে ধানের লম্বা দানা।
৬) ড্রেস
'সব সময় কোট প্যান্ট টাই পরে থাকবে'।
'ঘরেও কি আপনি কোট প্যান্ট টাই পরেন
না গামবুট পরে ঘুরে বেড়ান'?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩১/০৭/২০২৪ধানের লম্বা দানা!
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২৪সুন্দর এক ভাবনা