বড়লোকের বিদেশী কুকুর
আপনার বিদেশী কুকুর
এসে আমার শরীরের গন্ধ শুঁকে গিয়ে
আপনাকে জানালো যে
আমি ভালো লোক-
আপনার কোনো ক্ষতি করবো না।
বলুনতো মশাই,
আমি কি করে বুঝবো যে
আপনি ভালো লোক?
দেশি নিয়ে গেলে তো
আপনি গেট থেকেই
বিদায় জানিয়ে দিতেন!
তাই দায় বড়লোকের চরিত্র চেনা
কারণ মশাই তো রক্ত খায়!
এসে আমার শরীরের গন্ধ শুঁকে গিয়ে
আপনাকে জানালো যে
আমি ভালো লোক-
আপনার কোনো ক্ষতি করবো না।
বলুনতো মশাই,
আমি কি করে বুঝবো যে
আপনি ভালো লোক?
দেশি নিয়ে গেলে তো
আপনি গেট থেকেই
বিদায় জানিয়ে দিতেন!
তাই দায় বড়লোকের চরিত্র চেনা
কারণ মশাই তো রক্ত খায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৯/১১/২০২৪ভালো লাগলো।
-
কে. পাল ০৩/০৮/২০২৪ভালো
-
শ.ম. শহীদ ০২/০৮/২০২৪চমৎকার বোধের কবিতা।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। -
ফয়জুল মহী ৩০/০৭/২০২৪দারুণ ভাবনার বহিঃপ্রকাশ।
কলম চলুক অবিরাম।