তাই বলছিলাম
সময়ের সাথে মিশতে হবে, একেবারে খাপে খাপ।
দিনকাল আর ভালো নয়, বেজায় খারাপ।
ভালো মানুষের ঠাঁই নেই, ঠাঁই নেই আর।
বিবেকের আলোকে দিচ্ছে ঢেকে আধুনিকতার সংকীর্ণ অন্ধকার।
নিঃস্ব আগুনে তেপান্তরের মাঠ করছে ধূ ধূ, নেই কলরব-------
তাই বলছিলাম, 'দেখো স্বপ্ন কিন্তু করো বাস্তব'।
দিনকাল আর ভালো নয়, বেজায় খারাপ।
ভালো মানুষের ঠাঁই নেই, ঠাঁই নেই আর।
বিবেকের আলোকে দিচ্ছে ঢেকে আধুনিকতার সংকীর্ণ অন্ধকার।
নিঃস্ব আগুনে তেপান্তরের মাঠ করছে ধূ ধূ, নেই কলরব-------
তাই বলছিলাম, 'দেখো স্বপ্ন কিন্তু করো বাস্তব'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১০/০৮/২০২৪বেশ তো হয়েছে।
-
আমি-তারেক ২৮/০৭/২০২৪Sundor shironam
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২৪অসাধারণ প্রকাশ
-
আলমগীর সরকার লিটন ১৮/০৭/২০২৪চমৎকার কবি দা