নাকছাবি ও অন্যান্য
১) নাকছাবি
মহিলা। দাদা, পাথর সমেত সোনার নাকছাবি পাওয়া যাবে?
দোকানদার। হ্যাঁ।
মহিলা। কত বড় পাথর?
দোকানদার। আগে বলুন আপনার নাকের ফুটোটা কত বড়?
২) গান শেখা ১
শিক্ষিকা। আপনার স্ত্রী এত ভাল গান করে, আপনিও তো ওর সাথে আমার কাছে গান শিখতে পারেন।
স্বামী। আমার স্ত্রী রোজ সকালে উঠে লাউড স্পিকার-এ গান করে, তাতেই আমার গান শেখা হয়ে যায়।
৩) গান শেখা ২
'আমার মেয়ে দু বছর বয়স থেকে গান শিখছে'।
'আমার মেয়ে এক বছর বয়স থেকে গান শিখছে'।
'আরে আমার মেয়ে তো গিটার হাতে জন্মেছে'।
৪) টোয়াইলাইট
'টোয়াইলাইট' বলতে গিয়ে স্যার বললেন, 'টয়লেট মানে শেখাবো আজ আমি তোমাদের'।
৫) ভাত ও পাউরুটি
ভাত। ভিখারিও এক বেলা আধ পেটা ভাত পায় কিন্তু বড় লোকের দু বেলাই পাউরুটি।
পাউরুটি। আমি পেটের জমি দখল করে পেট বাড়াই না, তাই তো পেটের বাইরে সব জমি তাদেরই!
মহিলা। দাদা, পাথর সমেত সোনার নাকছাবি পাওয়া যাবে?
দোকানদার। হ্যাঁ।
মহিলা। কত বড় পাথর?
দোকানদার। আগে বলুন আপনার নাকের ফুটোটা কত বড়?
২) গান শেখা ১
শিক্ষিকা। আপনার স্ত্রী এত ভাল গান করে, আপনিও তো ওর সাথে আমার কাছে গান শিখতে পারেন।
স্বামী। আমার স্ত্রী রোজ সকালে উঠে লাউড স্পিকার-এ গান করে, তাতেই আমার গান শেখা হয়ে যায়।
৩) গান শেখা ২
'আমার মেয়ে দু বছর বয়স থেকে গান শিখছে'।
'আমার মেয়ে এক বছর বয়স থেকে গান শিখছে'।
'আরে আমার মেয়ে তো গিটার হাতে জন্মেছে'।
৪) টোয়াইলাইট
'টোয়াইলাইট' বলতে গিয়ে স্যার বললেন, 'টয়লেট মানে শেখাবো আজ আমি তোমাদের'।
৫) ভাত ও পাউরুটি
ভাত। ভিখারিও এক বেলা আধ পেটা ভাত পায় কিন্তু বড় লোকের দু বেলাই পাউরুটি।
পাউরুটি। আমি পেটের জমি দখল করে পেট বাড়াই না, তাই তো পেটের বাইরে সব জমি তাদেরই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।