রবীন্দ্রসংগীত
সংগীতের সুর তাল লয়
শুনলেই মনপ্রাণ ভরে যায়।
তবে তা ক্ষণিকের পরাজয়।
কারণ দর্শন বিরাজমান কথায়।
দর্শনের শেষ নেই, সে অকুতোভয়।
তাকে চেনে কেবল অনন্ত সময়।
রবির মতো তেজ তার, সদা শক্তিময়।
জীবনের প্রতি পদে তারই জয়।
জীবন মরণশীল, তবু দর্শনের নেই অবক্ষয়।
আমি শুনি আর শুনি, নতুন না ফুরায়।
সংগীতের ভিড়েই সময় লুকিয়ে, অজানা নয়।
শুনলেই মনপ্রাণ ভরে যায়।
তবে তা ক্ষণিকের পরাজয়।
কারণ দর্শন বিরাজমান কথায়।
দর্শনের শেষ নেই, সে অকুতোভয়।
তাকে চেনে কেবল অনন্ত সময়।
রবির মতো তেজ তার, সদা শক্তিময়।
জীবনের প্রতি পদে তারই জয়।
জীবন মরণশীল, তবু দর্শনের নেই অবক্ষয়।
আমি শুনি আর শুনি, নতুন না ফুরায়।
সংগীতের ভিড়েই সময় লুকিয়ে, অজানা নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ১৭/০৭/২০২৪বাহ্ চমৎকার
-
কে. পাল ১৬/০৭/২০২৪Valo
-
আলমগীর সরকার লিটন ১৪/০৭/২০২৪সত্যকথা বলেছেন কবি দন
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২৪চমৎকার উপস্থাপন করেছেন