কার কিসে স্বাধীনতা
কথা বলার স্বাধীনতা আমার
আর বিশ্বাস করার স্বাধীনতা আপনার।
আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে
কিন্তু আমি আপনার মন জুগিয়ে চলবো কেন?
আমি নিজের থেকে নিজে দূরে সরে যেতে চাই না
অর্থাৎ নিজে নিজেকে ঠকাতে চাই না।
আমি বলছি আমার অন্তরের কথা-
এটাই আমার স্বাধীনতা।
আপনার স্বাধীনতা আপনাকে শেখাতে পারে
যে আমি অবিশ্বাসী,
কিন্তু আমার তাতে কিছু এসে যায় না
কারণ আমি নিজের কাছে সৎ।
আপনার কাছে সৎ থেকে ক্ষণিকের ভালো আমি চাই না।
আপনার স্বাধীন চিন্তা আমাকে ভুল বুঝতেই পারে,
তাহলে তো আমি গোটা মানুষটা ভুল হয়ে যাবো না!
আর বিশ্বাস করার স্বাধীনতা আপনার।
আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে
কিন্তু আমি আপনার মন জুগিয়ে চলবো কেন?
আমি নিজের থেকে নিজে দূরে সরে যেতে চাই না
অর্থাৎ নিজে নিজেকে ঠকাতে চাই না।
আমি বলছি আমার অন্তরের কথা-
এটাই আমার স্বাধীনতা।
আপনার স্বাধীনতা আপনাকে শেখাতে পারে
যে আমি অবিশ্বাসী,
কিন্তু আমার তাতে কিছু এসে যায় না
কারণ আমি নিজের কাছে সৎ।
আপনার কাছে সৎ থেকে ক্ষণিকের ভালো আমি চাই না।
আপনার স্বাধীন চিন্তা আমাকে ভুল বুঝতেই পারে,
তাহলে তো আমি গোটা মানুষটা ভুল হয়ে যাবো না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২২/০৭/২০২৪Valo
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২০/০৭/২০২৪খুব ভালো
-
শ.ম. শহীদ ১২/০৭/২০২৪অসামান্য
-
suman ১১/০৭/২০২৪সহমত...
-
ফয়জুল মহী ১১/০৭/২০২৪চমৎকার প্রকাশ প্রিয়কবি শুভ কামনা।