অন্যায়
জ্ঞানীকে সময়ে অসময়ে উপদেশ দেওয়া
অন্যায়।
শোকাতুর মানুষকে সান্ত্বনা দেত্তয়া
অন্যায়।
মানুষের বিপদে মুখ ফিরিয়ে নেওয়া
অন্যায়।
উপকারীকে ভুলে যাওয়া
অন্যায়।
যে তোমায় বিশ্বাস করে, তাকে ঠকানো
অন্যায়।
নিজের ভালোর জন্য অপরের ক্ষতি করা
অন্যায়।
মানুষের কর্মযজ্ঞে বিঘ্ন ঘটানো
অন্যায়।
দেরি করে ন্যায় প্রতিষ্ঠা করা
অন্যায়।
অন্যায়কে প্রশ্রয় দেওয়াও
অন্যায়।
অন্যায়।
শোকাতুর মানুষকে সান্ত্বনা দেত্তয়া
অন্যায়।
মানুষের বিপদে মুখ ফিরিয়ে নেওয়া
অন্যায়।
উপকারীকে ভুলে যাওয়া
অন্যায়।
যে তোমায় বিশ্বাস করে, তাকে ঠকানো
অন্যায়।
নিজের ভালোর জন্য অপরের ক্ষতি করা
অন্যায়।
মানুষের কর্মযজ্ঞে বিঘ্ন ঘটানো
অন্যায়।
দেরি করে ন্যায় প্রতিষ্ঠা করা
অন্যায়।
অন্যায়কে প্রশ্রয় দেওয়াও
অন্যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইকরামুল শামীম ১৫/০৭/২০২৪অনবদ্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২৪দারুণ
-
ফয়জুল মহী ১০/০৭/২০২৪সুন্দর, সুখপাঠ্য
-
suman ০৯/০৭/২০২৪এককথায় অসাধারণ কবিতা...কবির সাথে সহমত..
-
কে. পাল ০৯/০৭/২০২৪Valo