কালো কাপ ও অন্যান্য
১) কালো কাপ
স্ত্রী। কাপের গায়ে ময়লা লেগে থাকলে চা খেতে ঘেন্না করে।
স্বামী। তাই তো কালো রঙের কাপ কিনি, যাতে রঙের ভিড়ে রঙ ঢেকে যায়।
২) কবজ
দাদা। মৃত্যুঞ্জয় কবজ ধারণ করেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না।
ভাই। দাদা, তাহলে ধনঞ্জয়ের কবজ ধারণ কর।
৩) নতুন বাংলা ছবি
রাস্কেলের গায়ে মাস্কেল
৪) উপাধি
দেখবেন, দলের ভাবমূর্তি বজায় রাখার জন্য কারোকে উপাধি দিতে গিয়ে, তাকে সমাধি দিয়ে দেবেন না।
৫) ছানা
মুখ দেখলে বোঝা যায় কিসের ছানা-
বিড়াল ছানা না শকুনের ছানা না বিকুন-এর ছানা না শড়াল-এর ছানা।
বিড়াল ছানা মানে নির্দোষ।
শকুনের ছানা মানে শয়তান।
বিকুন মানে বিড়ালের বি আর শকুনের কুন।
বিকুন-এর ছানা মানে বাইরে ভালো মানুষ কিন্তু ভিতরে শয়তান।
শড়াল মানে শকুনের শ আর বিড়ালের ড়াল।
শড়াল-এর ছানা মানে ভিতরের শয়তানি বাইরে প্রকাশ পায়।
স্ত্রী। কাপের গায়ে ময়লা লেগে থাকলে চা খেতে ঘেন্না করে।
স্বামী। তাই তো কালো রঙের কাপ কিনি, যাতে রঙের ভিড়ে রঙ ঢেকে যায়।
২) কবজ
দাদা। মৃত্যুঞ্জয় কবজ ধারণ করেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না।
ভাই। দাদা, তাহলে ধনঞ্জয়ের কবজ ধারণ কর।
৩) নতুন বাংলা ছবি
রাস্কেলের গায়ে মাস্কেল
৪) উপাধি
দেখবেন, দলের ভাবমূর্তি বজায় রাখার জন্য কারোকে উপাধি দিতে গিয়ে, তাকে সমাধি দিয়ে দেবেন না।
৫) ছানা
মুখ দেখলে বোঝা যায় কিসের ছানা-
বিড়াল ছানা না শকুনের ছানা না বিকুন-এর ছানা না শড়াল-এর ছানা।
বিড়াল ছানা মানে নির্দোষ।
শকুনের ছানা মানে শয়তান।
বিকুন মানে বিড়ালের বি আর শকুনের কুন।
বিকুন-এর ছানা মানে বাইরে ভালো মানুষ কিন্তু ভিতরে শয়তান।
শড়াল মানে শকুনের শ আর বিড়ালের ড়াল।
শড়াল-এর ছানা মানে ভিতরের শয়তানি বাইরে প্রকাশ পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ০৯/০৭/২০২৪বেশ ভালো লাগলো..
-
আলমগীর সরকার লিটন ০৯/০৭/২০২৪চমৎকার কবি দা