রথ
মা বলেন,
'রথ টানার সময় মনের ইচ্ছে বললে
তা পূর্ণ হয়'।
সকালে কি বৃষ্টি!
ভাবলাম বুঝি আর রথ টানা হবে না বিকেলে।
যখন রথ টানতে বেরোলাম,
তথন আকাশ পরিষ্কার।
রথ টানতে টানতে মনের কথা বললাম।
ঠাকুর প্রণাম করে প্রসাদ খেলাম।
কি ভিড় রাস্তায়!
সবাই রথ টানতে টানতে মনের কথাই বলতে ব্যস্ত।
সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে মনে হল-
প্রত্যেক মানুষ জীবনযাত্রার রথ
আর প্রত্যেকের হৃদয়ে প্রভু জগন্নাথ।
'রথ টানার সময় মনের ইচ্ছে বললে
তা পূর্ণ হয়'।
সকালে কি বৃষ্টি!
ভাবলাম বুঝি আর রথ টানা হবে না বিকেলে।
যখন রথ টানতে বেরোলাম,
তথন আকাশ পরিষ্কার।
রথ টানতে টানতে মনের কথা বললাম।
ঠাকুর প্রণাম করে প্রসাদ খেলাম।
কি ভিড় রাস্তায়!
সবাই রথ টানতে টানতে মনের কথাই বলতে ব্যস্ত।
সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে মনে হল-
প্রত্যেক মানুষ জীবনযাত্রার রথ
আর প্রত্যেকের হৃদয়ে প্রভু জগন্নাথ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২৪অসাধারণ কবিতা, ভীষণ ভালো লাগলো
-
বিজন বেপারী ০৮/০৭/২০২৪Nice
-
কে. পাল ০৭/০৭/২০২৪Sundor