সুখী
বলুন তো কে সব থেকে সুখী এই দুনিয়ায়?
যে কানে কম শোনে
আর যে মুখে কম বলে অপরকে কম শোনায়।
কথা শোনা আর কথা বলা-
এই দুইয়ে মিলে সংসারে যত অশান্তি।
চলুন আজ থেকে নিজের কান আর মুখকে সামলাই,
সংসার সামলাবার আগে।
যে কানে কম শোনে
আর যে মুখে কম বলে অপরকে কম শোনায়।
কথা শোনা আর কথা বলা-
এই দুইয়ে মিলে সংসারে যত অশান্তি।
চলুন আজ থেকে নিজের কান আর মুখকে সামলাই,
সংসার সামলাবার আগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১২/০৭/২০২৪চমৎকার
-
কে. পাল ০৭/০৭/২০২৪Bess valo
-
আলমগীর সরকার লিটন ০৭/০৭/২০২৪সুন্দর সুখ হোক সকল প্রাণী
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২৪দারুণ অনুভূতির প্রকাশ করেছেন