টিভি ও অন্যান্য
১) টিভি
স্ত্রী। সারাদিন টিভি-টা চলছে। দেখছো না গরম হয়ে গেছে। এবার ওটাকে বন্ধ করো।
স্বামী। ও যে তোমারই মতো। সারাদিন রাগের মাথায় বকবক করে, তারপর সারা রাত চুপ করে ঘুমায়, মানে বন্ধ থাকে।
২) নামকরণ
'আমার বাবার নাম চন্দনেশ্বর। আমার নাম বিশ্বেশ্বর। ছেলে হয়েছে। কি নাম রাখবো'?
'ওর নাম রাখুন ঢপেশ্বর'।
৩) দাদু ও দিদিমা
দাদু দিদিমাকে রোজ কথায় কথায় বকুনি দেন।
দিদিমা পুলিশের কথা বললেই, দাদু বলেন,
'তোমার বাবা কি কনস্টেবল ছিলেন'!
বাবা তুললে দিদিমার মানে লাগে।
এবার কালী পুজোয় দিদিমা পদক্ষেপ নিলেন।
কি করলেন?
দাদুর পিছনে কালী পটকা বাজিয়ে
লুঙ্গির তলায় ছুঁচো বাজি ছেড়ে দিলেন।
৪) পঙ্কজ
পঙ্কজ নিজের নামটা খুব ভালোবাসে, 'ডিকম্পোস' বলতে গিয়ে কেবল 'দি পঙ্কজ' বলে।
৫) শুভ জন্মদিন
গ্রামের যে বৌদি নতুন ইংরেজি শিখে 'হাসব্যান্ড'-কে 'হাফপ্যান্ট' বলে, সে স্বামীর জন্মদিনের দিন বললো, 'মুন্নি মুন্নি হিপি রাতের আড্ডা', মানে 'মেনি মেনি হ্যাপি রিটার্নস ওফ দি ডে'।
৬) পাট
অভিনেত্রী রেগে গিয়ে নায়ককে বলে,
'সিনেমায় পাটের বাইরে যদি গায়ে হাত দাও, তাহলে মেরে একেবারে পাট পাট করে দেবো'।
৭) উকিল বাবু
উকিল বাবু কালো কোট পরে ট্রেন-এ উঠলেন।
কিছু লোক তাকে দেখে ভয়ে সরে গেল।
তিনি কারণটা বোঝার আগেই
একজন এগিয়ে এসে বলে,
'দাদা, এই দেখুন আমার টিকিট'।
স্ত্রী। সারাদিন টিভি-টা চলছে। দেখছো না গরম হয়ে গেছে। এবার ওটাকে বন্ধ করো।
স্বামী। ও যে তোমারই মতো। সারাদিন রাগের মাথায় বকবক করে, তারপর সারা রাত চুপ করে ঘুমায়, মানে বন্ধ থাকে।
২) নামকরণ
'আমার বাবার নাম চন্দনেশ্বর। আমার নাম বিশ্বেশ্বর। ছেলে হয়েছে। কি নাম রাখবো'?
'ওর নাম রাখুন ঢপেশ্বর'।
৩) দাদু ও দিদিমা
দাদু দিদিমাকে রোজ কথায় কথায় বকুনি দেন।
দিদিমা পুলিশের কথা বললেই, দাদু বলেন,
'তোমার বাবা কি কনস্টেবল ছিলেন'!
বাবা তুললে দিদিমার মানে লাগে।
এবার কালী পুজোয় দিদিমা পদক্ষেপ নিলেন।
কি করলেন?
দাদুর পিছনে কালী পটকা বাজিয়ে
লুঙ্গির তলায় ছুঁচো বাজি ছেড়ে দিলেন।
৪) পঙ্কজ
পঙ্কজ নিজের নামটা খুব ভালোবাসে, 'ডিকম্পোস' বলতে গিয়ে কেবল 'দি পঙ্কজ' বলে।
৫) শুভ জন্মদিন
গ্রামের যে বৌদি নতুন ইংরেজি শিখে 'হাসব্যান্ড'-কে 'হাফপ্যান্ট' বলে, সে স্বামীর জন্মদিনের দিন বললো, 'মুন্নি মুন্নি হিপি রাতের আড্ডা', মানে 'মেনি মেনি হ্যাপি রিটার্নস ওফ দি ডে'।
৬) পাট
অভিনেত্রী রেগে গিয়ে নায়ককে বলে,
'সিনেমায় পাটের বাইরে যদি গায়ে হাত দাও, তাহলে মেরে একেবারে পাট পাট করে দেবো'।
৭) উকিল বাবু
উকিল বাবু কালো কোট পরে ট্রেন-এ উঠলেন।
কিছু লোক তাকে দেখে ভয়ে সরে গেল।
তিনি কারণটা বোঝার আগেই
একজন এগিয়ে এসে বলে,
'দাদা, এই দেখুন আমার টিকিট'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস এম অনিক ০৩/০৭/২০২৪বেশ মজা পেলাম
-
আলমগীর সরকার লিটন ০৩/০৭/২০২৪বেশ মজা কবি দা
-
মো.রিদওয়ান আল হাসান ০১/০৭/২০২৪দারুণ!