কি লিখি
ভেবে পাই না
কি লিখি কবিতায়।
প্রকৃতি, প্রেম ও প্রগতি
কাঁদে রোজ, বড় অসহায়।
জীবন ও যাপন খেতে পায় দু বেলা,
তবু কিসের ভয়ে অস্তিত্ব হারায়?
বাকি পড়ে রইল কি, কেবলই হাহাকার,
নিয়তির লিখন কবিকে আস্ত গিলে খায়।
কি লিখি কবিতায়।
প্রকৃতি, প্রেম ও প্রগতি
কাঁদে রোজ, বড় অসহায়।
জীবন ও যাপন খেতে পায় দু বেলা,
তবু কিসের ভয়ে অস্তিত্ব হারায়?
বাকি পড়ে রইল কি, কেবলই হাহাকার,
নিয়তির লিখন কবিকে আস্ত গিলে খায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ০৪/০৭/২০২৪চমতকার কবিতা...বিবেককে প্রশ্নবিদ্ধ করে...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৬/২০২৪বেশ
-
ফয়জুল মহী ২৪/০৬/২০২৪মনকাড়া লিখা
খুব ভালো লাগলো -
তরুন ইউসুফ ২৪/০৬/২০২৪বাহ!