গুড বয় ও অন্যান্য
১) গুড বয়
স্যার। তুমি তো সব অঙ্ক করে এনেছো, তুমি গুড বয়।
ছাত্র। স্যার, আপনি বয় উইথ দা গুড।
২) নাইস বিস্কুট
বিজয়। অমল, আমার আঁকা দেখ। এই দেখ পাহাড়।
অমল। নাইস।
বিজয়। এই দেখ জঙ্গল।
অমল। নাইস।
বিজয়। এই দেখ নদী।
অমল। নাইস।
বিজয়। এই দেখ মানুষ।
অমল। নাইস।
বিজয়। তুই কি রোজ সকালে চায়ের সাথে নাইস বিস্কুট খাস,
মুখে নাইস ছাড়া আর কোনো শব্দই নেই?
৩) ওভারলুক
বাবা বললেন, 'লোকের কথা ওভারলুক করতে পারিস না'।
ছেলে ওপরে তাকালো চলমান সিলিং ফ্যানের দিকে।
৪) যে গেরামে
যে গেরামে পাওয়ার কাট হলে বলে, 'কেরেন চলি গিলো', সেই গেরামে সারা রাত কেরেন না থাকলে লোকে বলে, 'কাল রেতে গউমে চোখির দু পাদা এক করতি পারিনি'।
৫) সেলুন
সেলুনে ঢোকার মুখে গোটা গোটা অক্ষরে লেখা-
দাদা, পুরো খুলে ঢুকুন, ইতি টুপি।
৬) হ্যান্ডশেক
'বসের সাথে হ্যান্ডশেক করবো', বলতে গিয়ে চাপের মুখে কর্মচারীটি বলে, 'বসের সাথে হ্যান্ডওয়াশ করবো'।
স্যার। তুমি তো সব অঙ্ক করে এনেছো, তুমি গুড বয়।
ছাত্র। স্যার, আপনি বয় উইথ দা গুড।
২) নাইস বিস্কুট
বিজয়। অমল, আমার আঁকা দেখ। এই দেখ পাহাড়।
অমল। নাইস।
বিজয়। এই দেখ জঙ্গল।
অমল। নাইস।
বিজয়। এই দেখ নদী।
অমল। নাইস।
বিজয়। এই দেখ মানুষ।
অমল। নাইস।
বিজয়। তুই কি রোজ সকালে চায়ের সাথে নাইস বিস্কুট খাস,
মুখে নাইস ছাড়া আর কোনো শব্দই নেই?
৩) ওভারলুক
বাবা বললেন, 'লোকের কথা ওভারলুক করতে পারিস না'।
ছেলে ওপরে তাকালো চলমান সিলিং ফ্যানের দিকে।
৪) যে গেরামে
যে গেরামে পাওয়ার কাট হলে বলে, 'কেরেন চলি গিলো', সেই গেরামে সারা রাত কেরেন না থাকলে লোকে বলে, 'কাল রেতে গউমে চোখির দু পাদা এক করতি পারিনি'।
৫) সেলুন
সেলুনে ঢোকার মুখে গোটা গোটা অক্ষরে লেখা-
দাদা, পুরো খুলে ঢুকুন, ইতি টুপি।
৬) হ্যান্ডশেক
'বসের সাথে হ্যান্ডশেক করবো', বলতে গিয়ে চাপের মুখে কর্মচারীটি বলে, 'বসের সাথে হ্যান্ডওয়াশ করবো'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৩/০৬/২০২৪বেশ মজা পেলাম