মান অপমান
তোমাকে বড় বললে তুমি বড় হয়ে যাবে না
আর তোমাকে ছোট বললে তুমি ছোট হয়ে যাবে না।
তাহলে অযথা গায়ে মাখামাখি কেন?
গায়ের ময়লা সাবান দিয়ে ধুলেই তো উঠে যায়!
রোজ গায়ে সাবান মাখলেই হয়।
আসল কথা নিজের কাজে মন দিয়ে
সৎ পথে নিজের লক্ষ্যে পৌঁছাও।
রোজগার করে আপন পরিবারকে দেখো,
সন্তান মানুষ করো,
মা বাবার সেবা করো।
হ্যাঁ, জবাব দাও কাজে, মুখে নয়।
জানবে, বেশি মান অপমান বোধ থাকলে
জীবনে বেশি দূর এগানো যায় না,
তাই ঘরের ঝুল ঝাড়তে শেখো।
আর তোমাকে ছোট বললে তুমি ছোট হয়ে যাবে না।
তাহলে অযথা গায়ে মাখামাখি কেন?
গায়ের ময়লা সাবান দিয়ে ধুলেই তো উঠে যায়!
রোজ গায়ে সাবান মাখলেই হয়।
আসল কথা নিজের কাজে মন দিয়ে
সৎ পথে নিজের লক্ষ্যে পৌঁছাও।
রোজগার করে আপন পরিবারকে দেখো,
সন্তান মানুষ করো,
মা বাবার সেবা করো।
হ্যাঁ, জবাব দাও কাজে, মুখে নয়।
জানবে, বেশি মান অপমান বোধ থাকলে
জীবনে বেশি দূর এগানো যায় না,
তাই ঘরের ঝুল ঝাড়তে শেখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ০৪/০৭/২০২৪খুব সুন্দর বার্তা পাঠকের জন্যে...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৬/২০২৪দারুণ
-
তাবেরী ২২/০৬/২০২৪চমৎকার
-
ফয়জুল মহী ২১/০৬/২০২৪ভীষণ ভালো লিখেছেন
শুভকামনা রইলো। -
তাবেরী ২০/০৬/২০২৪অসাধারণ