www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এটিটিউড

আমি কারোকে এটিটিউড দেখাই না-
এমনকি নীচ তলার মানুষকেও না-
যদি না কেউ আমাকে এটিটিউড দেখায়।

যে আত্ম-অহংকারী, সে সকলকে এটিটিউড দেখাবেই।

যার অহংকারের জায়গায় আছে অহংবোধ-
আমি যেটা, কেবল তারই মান চাই,
উপরেও নয়, নীচেও নয়, আমার জায়গায় আমি ঠিক-
সে অহংকারীকে কেবল এটিটিউড দেখায়
আর নিরহংকারীকে তার যোগ্য মান দেয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast