www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সরল

আমি কলকাতায় মানুষ-
শুনে বড় হয়েছি-
পাড়াগাঁর লোক গভীর জলের মাছ
আর কলকাতার লোক অল্প জলের।

কাজের সূত্রেই ক্যানিং-এ যাওয়া-
ধর্মদাসের বাড়িতে।
হাতে করে আমি কিছু নিয়ে যাই নি।

এক হাঁড়ি মিষ্টির সাথে এক হাঁড়ি খবর-
সরল মনের গোপন কথা।
আলোচনা বা সমালোচনা নয়-
কেবল সুখ দুঃখের কথা।
নিজের কথা কেবল নয়-
পাশের বাড়ি, পাড়া ও প্রতিবেশী।
শ্মশানে যাওয়ার লোক এখানে কম মেলে না।

কলকাতার দম বন্ধ করা ফ্ল্যাট-
পাশের ফ্ল্যাট-এর লোকের খবর কেউ রাখে না।
পাশের বাড়িতে কেউ যদি মারা যায়,
সব ঘরের দরজা জানলা বন্ধ করে ভিতরে বসে থাকে।
এসি-র হাওয়ার ভিড়ে প্রকৃতির হাওয়া ঠাঁই পায় না-
প্রকৃতির হাওয়াই তো আসল প্রাণ,
এসি-র হাওয়ায় প্রাণ ওষ্ঠাগত-
যেমন ফ্রিজের জল পান করে তৃষ্ণা মেটে না,
মাটির কলসির জল কেবল তৃষ্ণা মেটায়।

গ্রামে এখনো মনুষ্যত্ব মরেনি।
অল্প জলের মাছের গায়ে পাঁকের গন্ধ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast