এঁটো ও অন্যান্য
১) এঁটো
স্ত্রী। জলের বোতলটা এঁটো হয়ে গেল। ওটা ধুতে হবে।
স্বামী। বোতলের সাথে জল দিয়ে বোতলের জলটাও ধুয়ে নিও।
স্ত্রী। জলটা ফেলে দিয়ে নতুন জল ভরবো।
স্বামী। তাহলে বোতলের ভিতরটাও ধোয়া উচিত।
২) হাঁটু
বাবা। হাঁটুতে ব্যথা, আইস প্যাক দে সেরে যাবে।
ছেলে। আমার একটুতেই ঠাণ্ডা লেগে যায়।
বাবা। চিন্তা নেই হাঁটুতে সর্দি লাগবে না।
৩) আউধ
স্ত্রী। আমিনিয়া আর আউধ-এর মধ্যে পার্থক্য কি?
স্বামী। পাঁঠা আর ছাগলের মধ্যে যা পার্থক্য।
৪) ব্যাক
স্বামী। গাড়িটা পিছনে ব্যাক করছে।
স্ত্রী। দু দুটো পিছন মানে তো সামনে।
৫) গাড়ি
স্ত্রী। মাঝে মাঝে মনে হয় গাড়ি নিয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াই।
স্বামী। একটা খেলনার গাড়ি কিনে সেটাকে সারা বাড়িতে চালাও।
৬) নিমতলা
সুজিতা। কিরে শ্রীমা কবে ছাদনাতলায় যাবি?
শ্রীমা। এখন আমার নিমতলায় যাওয়ার সময়।
৭) ডেস্ট্রাকশন
স্যার 'জীবনের ডেস্টিনেশন' বলতে গিয়ে বলে ফেললেন, 'জীবনের ডেস্ট্রাকশন'।
স্ত্রী। জলের বোতলটা এঁটো হয়ে গেল। ওটা ধুতে হবে।
স্বামী। বোতলের সাথে জল দিয়ে বোতলের জলটাও ধুয়ে নিও।
স্ত্রী। জলটা ফেলে দিয়ে নতুন জল ভরবো।
স্বামী। তাহলে বোতলের ভিতরটাও ধোয়া উচিত।
২) হাঁটু
বাবা। হাঁটুতে ব্যথা, আইস প্যাক দে সেরে যাবে।
ছেলে। আমার একটুতেই ঠাণ্ডা লেগে যায়।
বাবা। চিন্তা নেই হাঁটুতে সর্দি লাগবে না।
৩) আউধ
স্ত্রী। আমিনিয়া আর আউধ-এর মধ্যে পার্থক্য কি?
স্বামী। পাঁঠা আর ছাগলের মধ্যে যা পার্থক্য।
৪) ব্যাক
স্বামী। গাড়িটা পিছনে ব্যাক করছে।
স্ত্রী। দু দুটো পিছন মানে তো সামনে।
৫) গাড়ি
স্ত্রী। মাঝে মাঝে মনে হয় গাড়ি নিয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াই।
স্বামী। একটা খেলনার গাড়ি কিনে সেটাকে সারা বাড়িতে চালাও।
৬) নিমতলা
সুজিতা। কিরে শ্রীমা কবে ছাদনাতলায় যাবি?
শ্রীমা। এখন আমার নিমতলায় যাওয়ার সময়।
৭) ডেস্ট্রাকশন
স্যার 'জীবনের ডেস্টিনেশন' বলতে গিয়ে বলে ফেললেন, 'জীবনের ডেস্ট্রাকশন'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।