চালক
আগের দিনের চালকটা ভাল ছিল-
সকলকে আপন করে নিয়েছিল,
কি সুন্দর ব্যবহার!
কি সুন্দর গাড়ি চালায়,
সব রাস্তা চেনা,
বাম্পার দেখলেই গতি কমিয়ে দিচ্ছিল,
ডান দিকে ওভারটেক করে নি।
আজগের চালকটা কেমন যেন-
কারো সাথে ভালো ভাবে কথা বলছে না,
রাস্তা ঘাট ভালো চেনে না,
বাম্পার সামনে এলে গতি কমাচ্ছে না,
অযথা ওভারটেক করছে।
আসলে চালক হল সময়-
যার দুটো রূপ:
সুসময় ও অসময়।
গাড়িটা জীবন ও আমরা জীবন পথের যাত্রী।
কখনো সুসময়ের হাতের পুতুল,
কখনো দুঃসময়ের হাতের খেলনা।
সকলকে আপন করে নিয়েছিল,
কি সুন্দর ব্যবহার!
কি সুন্দর গাড়ি চালায়,
সব রাস্তা চেনা,
বাম্পার দেখলেই গতি কমিয়ে দিচ্ছিল,
ডান দিকে ওভারটেক করে নি।
আজগের চালকটা কেমন যেন-
কারো সাথে ভালো ভাবে কথা বলছে না,
রাস্তা ঘাট ভালো চেনে না,
বাম্পার সামনে এলে গতি কমাচ্ছে না,
অযথা ওভারটেক করছে।
আসলে চালক হল সময়-
যার দুটো রূপ:
সুসময় ও অসময়।
গাড়িটা জীবন ও আমরা জীবন পথের যাত্রী।
কখনো সুসময়ের হাতের পুতুল,
কখনো দুঃসময়ের হাতের খেলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০৬/২০২৪দারুণ
-
আলমগীর সরকার লিটন ১৩/০৬/২০২৪সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ১২/০৬/২০২৪খুব সুন্দর মননশীল লেখা