www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চালক

আগের দিনের চালকটা ভাল ছিল-
সকলকে আপন করে নিয়েছিল,
কি সুন্দর ব্যবহার!
কি সুন্দর গাড়ি চালায়,
সব রাস্তা চেনা,
বাম্পার দেখলেই গতি কমিয়ে দিচ্ছিল,
ডান দিকে ওভারটেক করে নি।

আজগের চালকটা কেমন যেন-
কারো সাথে ভালো ভাবে কথা বলছে না,
রাস্তা ঘাট ভালো চেনে না,
বাম্পার সামনে এলে গতি কমাচ্ছে না,
অযথা ওভারটেক করছে।

আসলে চালক হল সময়-
যার দুটো রূপ:
সুসময় ও অসময়।
গাড়িটা জীবন ও আমরা জীবন পথের যাত্রী।
কখনো সুসময়ের হাতের পুতুল,
কখনো দুঃসময়ের হাতের খেলনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast