www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গতিরোধক

চলার পথে প্রায়ই একটা কথা শুনি-
ইউ টার্ন।
দু দিক থেকে গাড়ি আসছে
কিন্তু কেউ কারোকে দেখতে পাচ্ছে না।
যদি দুজনেই গতি না সামলে চলে,
তাহলে দুর্ঘটনা ঘটতে বাধ্য।
তাই গতিরোধকের ব্যবস্থা-
যাতে বাধ্য হয়েই গতি কমাতে হয়
দু দিক থেকে আসা যানবাহনকে।

জীবনের পথে এমন অনেক ইউ টার্ন আছে-
আমরা ভুল করে আত্মসংযম হারিয়ে ফেলি,
ফলে আমাদের পতন ঘটে।
বিপদে যে নিজেকে সংযত রাখতে পারে,
সেই জীবন যুদ্ধে জয়ী হয়।

তাই গতিরোধক থাকলে ইউ টার্ন-কে
কখনো ভয় পাবেন না,
বিচলিত হয়ে কখনো ধৈর্য হারাবেন না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast