গতিরোধক
চলার পথে প্রায়ই একটা কথা শুনি-
ইউ টার্ন।
দু দিক থেকে গাড়ি আসছে
কিন্তু কেউ কারোকে দেখতে পাচ্ছে না।
যদি দুজনেই গতি না সামলে চলে,
তাহলে দুর্ঘটনা ঘটতে বাধ্য।
তাই গতিরোধকের ব্যবস্থা-
যাতে বাধ্য হয়েই গতি কমাতে হয়
দু দিক থেকে আসা যানবাহনকে।
জীবনের পথে এমন অনেক ইউ টার্ন আছে-
আমরা ভুল করে আত্মসংযম হারিয়ে ফেলি,
ফলে আমাদের পতন ঘটে।
বিপদে যে নিজেকে সংযত রাখতে পারে,
সেই জীবন যুদ্ধে জয়ী হয়।
তাই গতিরোধক থাকলে ইউ টার্ন-কে
কখনো ভয় পাবেন না,
বিচলিত হয়ে কখনো ধৈর্য হারাবেন না।
ইউ টার্ন।
দু দিক থেকে গাড়ি আসছে
কিন্তু কেউ কারোকে দেখতে পাচ্ছে না।
যদি দুজনেই গতি না সামলে চলে,
তাহলে দুর্ঘটনা ঘটতে বাধ্য।
তাই গতিরোধকের ব্যবস্থা-
যাতে বাধ্য হয়েই গতি কমাতে হয়
দু দিক থেকে আসা যানবাহনকে।
জীবনের পথে এমন অনেক ইউ টার্ন আছে-
আমরা ভুল করে আত্মসংযম হারিয়ে ফেলি,
ফলে আমাদের পতন ঘটে।
বিপদে যে নিজেকে সংযত রাখতে পারে,
সেই জীবন যুদ্ধে জয়ী হয়।
তাই গতিরোধক থাকলে ইউ টার্ন-কে
কখনো ভয় পাবেন না,
বিচলিত হয়ে কখনো ধৈর্য হারাবেন না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৬/২০২৪অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ১৩/০৬/২০২৪চমৎকার