কাঠি ও বাঁশ ও অন্যান্য
১) কাঠি ও বাঁশ
স্যার। বলতে পারো, কাঠি ও বাঁশের মধ্যে পার্থক্য কি?
ছাত্র ১। আজ্ঞে স্যার, কাঠি ছোট হয়, বাঁশ বড় হয়।
ছাত্র ২। আজ্ঞে স্যার, অনেক কাঠি এক সাথে করলে বাঁশের আকার ধারণ করে।
ছাত্র ৩। আজ্ঞে স্যার, আপনি যদি আমার পিছনে কাঠি করেন, তাহলে আমি আপনার পিছনে আছোলা বাঁশ দিয়ে দেবো।
২) ইঁদুর
শুভ। রূপক, তোদের ঘরে কি ইঁদুর আছে?
রূপক। কেন রে শুভ?
শুভ। তোর জিন্স-এর প্যান্টটা এভাবে কাটলো কে?
রূপক। ওটা এভাবেই কেনা। দাম তিন হাজার টাকা।
শুভ। তাহলে বল সেই দোকানে ইঁদুর আছে?
রূপক। প্যান্টটা বাঘের খাঁচায় দু দিন রাখা ছিল।
৩) পলিমার
স্যার। পলিমার কি জানো?
ছাত্র। আমার দিদির নাম পলি, দয়া করে তারে মারবেন না স্যার।
৪) বর্ষা
স্যার। কেরালা-তে বর্ষা ঢুকে গেছে। পশ্চিমবঙ্গে আসতে আর বেশি দেরি নেই।
ছাত্র। আমার বর্ষা আমাকে দশ মিনিট আগে ফোন করেছিল, ও এখনই আসছে।
৫) বাঘ
স্ত্রী। এই চলোনা, সুন্দরবনে ঘুরে আসি।
স্বামী। সুন্দরবনে গেলেই বাঘে ধরবে।
স্ত্রী। বাঘেরা আগে নদীর জলে নেমে লেজ নেড়ে দেখে যে জলের স্রোত কোন দিকে-
মানে জোয়ার আছে না ভাটা। যদি ভাটা থাকে, তাহলেই তারা নদী পেরিয়ে লোকালয়ে আসে।
আমরা জোয়ারের সময় ঘুরতে যাবো, তাহলে আর ভয় কি।
স্বামী। যদি লেজ কাটা বাঘ হয়, তাহলে বিবেচনা না করেই আমার মতো সাঁতারে নামবে।
৬) বনমানুষ
স্ত্রী। বনে কি মানুষ থাকে?
স্বামী। বনমানুষ থাকলেও থাকতে পারে।
স্ত্রী। বনমানুষ কি?
স্বামী। যে মানুষের গা ভর্তি লোম।
স্ত্রী। সে তো তোমারও আছে!
স্বামী। সর্বনাশ!
স্যার। বলতে পারো, কাঠি ও বাঁশের মধ্যে পার্থক্য কি?
ছাত্র ১। আজ্ঞে স্যার, কাঠি ছোট হয়, বাঁশ বড় হয়।
ছাত্র ২। আজ্ঞে স্যার, অনেক কাঠি এক সাথে করলে বাঁশের আকার ধারণ করে।
ছাত্র ৩। আজ্ঞে স্যার, আপনি যদি আমার পিছনে কাঠি করেন, তাহলে আমি আপনার পিছনে আছোলা বাঁশ দিয়ে দেবো।
২) ইঁদুর
শুভ। রূপক, তোদের ঘরে কি ইঁদুর আছে?
রূপক। কেন রে শুভ?
শুভ। তোর জিন্স-এর প্যান্টটা এভাবে কাটলো কে?
রূপক। ওটা এভাবেই কেনা। দাম তিন হাজার টাকা।
শুভ। তাহলে বল সেই দোকানে ইঁদুর আছে?
রূপক। প্যান্টটা বাঘের খাঁচায় দু দিন রাখা ছিল।
৩) পলিমার
স্যার। পলিমার কি জানো?
ছাত্র। আমার দিদির নাম পলি, দয়া করে তারে মারবেন না স্যার।
৪) বর্ষা
স্যার। কেরালা-তে বর্ষা ঢুকে গেছে। পশ্চিমবঙ্গে আসতে আর বেশি দেরি নেই।
ছাত্র। আমার বর্ষা আমাকে দশ মিনিট আগে ফোন করেছিল, ও এখনই আসছে।
৫) বাঘ
স্ত্রী। এই চলোনা, সুন্দরবনে ঘুরে আসি।
স্বামী। সুন্দরবনে গেলেই বাঘে ধরবে।
স্ত্রী। বাঘেরা আগে নদীর জলে নেমে লেজ নেড়ে দেখে যে জলের স্রোত কোন দিকে-
মানে জোয়ার আছে না ভাটা। যদি ভাটা থাকে, তাহলেই তারা নদী পেরিয়ে লোকালয়ে আসে।
আমরা জোয়ারের সময় ঘুরতে যাবো, তাহলে আর ভয় কি।
স্বামী। যদি লেজ কাটা বাঘ হয়, তাহলে বিবেচনা না করেই আমার মতো সাঁতারে নামবে।
৬) বনমানুষ
স্ত্রী। বনে কি মানুষ থাকে?
স্বামী। বনমানুষ থাকলেও থাকতে পারে।
স্ত্রী। বনমানুষ কি?
স্বামী। যে মানুষের গা ভর্তি লোম।
স্ত্রী। সে তো তোমারও আছে!
স্বামী। সর্বনাশ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৩/০৬/২০২৪খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা
-
আলমগীর সরকার লিটন ১০/০৬/২০২৪চমৎকার
-
ফয়জুল মহী ০৯/০৬/২০২৪অসাধারণ