লোকে যদি বলে
লোকে যদি বলে, 'তুমি পাগল'?
তাহলে কি তুমি সত্যি পাগল!
লোকে যদি বলে, 'তুমি চোর'?
তাহলে কি তুমি সত্যি চোর!
লোকে যদি বলে, 'তুমি মূল্যহীন'?
তাহলে কি তুমি সত্যি মূল্যহীন!
কখনোই না।
কিন্তু যাদের আত্মসম্মান একটু বেশি,
তারা তো মনে আঘাত পাবেই।
এবার ধরুন অভিমানীদের কথা,
তাদের আঘাতটা অন্য রকম,
একেবারে অন্তরে গিয়ে লাগে।
সবাই তো এক রকম নয়-
আত্মসম্মান যার বেশি, সে কথা ধরবেই
আর যে অভিমানী, সে কথা বহন করে বেড়াবে।
যার অত মানের ব্যাপার নেই,
সে নিজেকে নিয়ে সদা সুখী।
যার অত ভাবনার সময় নেই,
জীবনের কাছে সে কখনো কোনো ঋণ রাখে না।
তাহলে কি তুমি সত্যি পাগল!
লোকে যদি বলে, 'তুমি চোর'?
তাহলে কি তুমি সত্যি চোর!
লোকে যদি বলে, 'তুমি মূল্যহীন'?
তাহলে কি তুমি সত্যি মূল্যহীন!
কখনোই না।
কিন্তু যাদের আত্মসম্মান একটু বেশি,
তারা তো মনে আঘাত পাবেই।
এবার ধরুন অভিমানীদের কথা,
তাদের আঘাতটা অন্য রকম,
একেবারে অন্তরে গিয়ে লাগে।
সবাই তো এক রকম নয়-
আত্মসম্মান যার বেশি, সে কথা ধরবেই
আর যে অভিমানী, সে কথা বহন করে বেড়াবে।
যার অত মানের ব্যাপার নেই,
সে নিজেকে নিয়ে সদা সুখী।
যার অত ভাবনার সময় নেই,
জীবনের কাছে সে কখনো কোনো ঋণ রাখে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৬/২০২৪সুন্দর লেখা ।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৬/২০২৪অসাধারণ হয়েছে ভাই
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৬/২০২৪সুন্দর