হারি আপ ও অন্যান্য
১) হারি আপ
স্যার ছাত্রদের প্রায়ই বলেন, 'হারি আপ'।
একজন ছাত্র একদিন বাড়ি থেকে একটা হাঁড়ি নিয়ে এলো
এবং স্যারকে সেটা দু হাতে তুলে দেখালো।
২) দড়ি
ছেলে। সকাল থেকে গলায় কি ব্যথা!
বাবা। কাল রাতে গলায় কিছু একটা বেঁধে শুতে পারতিস।
ছেলে। হাতের কাছে তো দড়িটা পেলাম না।
৩) হিমালয়
বুবুন। বাপি, এতো জিনিসপত্র নিয়ে কোথায় চললে?
বাপি। হিমালয় ঘুরতে।
বুবুন। ফেরার পথে যমালয়টাও ঘুরে এসো কিন্তু!
৪) গুরুত্বপূর্ণ
স্যার। আমি এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পরট্যান্ট কথা বলতে চলেছি।
ছাত্র। মানে স্যার ইম্পরট্যান্ট স্কোয়ার।
৫) জিবি
এখন হয় টু জিবি বা ফোর জিবি বা এইট জিবি।
বুদ্ধিজীবী খুবই কম। হ্যাঁ, শ্রমজীবীর সাথে পরজীবীও আছে প্রচুর।
৬) মাঙ্কি ওয়াক
বাবা। তুই বাঁদরের মতো অত লাফাচ্ছিস কেন রে?
ছেলে। ব্যায়াম করছি।
বাবা। দু দিন বাদে গাছে উঠবি দেখছি।
ছেলে। হ্যাঁ, গাছে যদি কেবল আম পাকে।
স্যার ছাত্রদের প্রায়ই বলেন, 'হারি আপ'।
একজন ছাত্র একদিন বাড়ি থেকে একটা হাঁড়ি নিয়ে এলো
এবং স্যারকে সেটা দু হাতে তুলে দেখালো।
২) দড়ি
ছেলে। সকাল থেকে গলায় কি ব্যথা!
বাবা। কাল রাতে গলায় কিছু একটা বেঁধে শুতে পারতিস।
ছেলে। হাতের কাছে তো দড়িটা পেলাম না।
৩) হিমালয়
বুবুন। বাপি, এতো জিনিসপত্র নিয়ে কোথায় চললে?
বাপি। হিমালয় ঘুরতে।
বুবুন। ফেরার পথে যমালয়টাও ঘুরে এসো কিন্তু!
৪) গুরুত্বপূর্ণ
স্যার। আমি এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পরট্যান্ট কথা বলতে চলেছি।
ছাত্র। মানে স্যার ইম্পরট্যান্ট স্কোয়ার।
৫) জিবি
এখন হয় টু জিবি বা ফোর জিবি বা এইট জিবি।
বুদ্ধিজীবী খুবই কম। হ্যাঁ, শ্রমজীবীর সাথে পরজীবীও আছে প্রচুর।
৬) মাঙ্কি ওয়াক
বাবা। তুই বাঁদরের মতো অত লাফাচ্ছিস কেন রে?
ছেলে। ব্যায়াম করছি।
বাবা। দু দিন বাদে গাছে উঠবি দেখছি।
ছেলে। হ্যাঁ, গাছে যদি কেবল আম পাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২৪সুন্দর প্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ০৬/০৬/২০২৪সুন্দর