www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকৃতি ও অন্যান্য

১) আকৃতি

'আমার তিন মেয়ে। সুকৃতি, প্রকৃতি ও সংস্কৃতি। এবার ছেলে হয়েছে। কি নাম রাখবো'?

'ছেলের নাম রাখুন, আকৃতি'।

২) লিনা মুন্সি

ডাক্তার। ওটা লিন মাসল।
রোগী। সে আবার কি?
ডাক্তার। পেশীর সাথে অল্প চর্বি।
রোগী। আমার স্ত্রীর নাম হল লিনা মুন্সি।

৩) ভাত

অজয়। ভাত খাওয়া ছেড়ে দে, একেবারে সিক্স প্যাক হয়ে জাবি।
বিজয়। গরীবেরও রোজ দু বেলা ডাল ভাত জোটে কিন্তু বড়লোকের ক্যান্ডেল লাইট ডিনার-এ কেবল পাউরুটি আর সন্দেশ।

৪) ঘুষি

ডাক্তার। রোগ কেবল ওষুধে কমে। যোগ ব্যায়ামে কোনোদিনও রোগ সারে না। ডায়েট করুন আর হাঁটুন। ফ্রি হ্যান্ড করতে পারেন।
রোগী। ফ্রি হ্যান্ড কি জিনিস?
ডাক্তার। নিজের ইচ্ছে মতো হাত পা চালানো। ধরুন শূন্যে একটা ঘুষি মারলেন।
রোগী। ডাক্তারবাবু, ভুল করেও বৌদিকে ফ্রি হ্যান্ড দেখাবেন না, এখন মেয়েদের পক্ষে আইন।

৫) ওয়ার্ম আপ

'সকালে ব্যায়াম করার আগে ওয়ার্ম আপ করা অত্যন্ত জরুরি'।
'ঘুম থেকে উঠে বৌ যা চিৎকার দেয়, তাতেই ওয়ার্ম আপ হয়ে যায়'।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast