মশা ও অন্যান্য
১) মশা
'দাদারা ও দিদিরা, আপনারা কচ্ছপ ধুপ জ্বালান, গুড নাইট জ্বালান, অলআউট জ্বালান, তবুও মশা মরে না। দাদারা ও দিদিরা, আমি একটা নতুন পদ্ধতি বলছি। এই নিন চিরকুট। চিরকুটের দাম মাত্র দশ টাকা। আমি চলে গেলে চিরকুট খুলবেন'।
ট্রেনে উপস্থিত সবাই সেই চিরকুট কিনলো। হকার চলে যাওয়ার পরে সকলে চিরকুট খুলে দেখে যে তাতে লেখা আছে- ধরো আর মারো।
২) এয়ার হোস্টেস
স্যার। বড় হয়ে কি হতে চাও?
ছাত্রী। ইয়ার হোস্টেল (এয়ার হোস্টেস বলতে গিয়ে)।
৩) ফাইন চালের ভাত
অজয়। আমি ফাইন চালের ভাত খেয়ে মানুষ, তোর মতো মোটা চালের ভাত খেয়ে মানুষ নই।
বিজয়। মানে যে চাল খেলে মোটা টাকা ফাইন দিতে হয়।
৪) একই রকম
অজয়। সুন্দরবনের সব বাঘ একই রকম দেখতে। কিভাবে বুঝবে যে কে কোনটা?
বিজয়। সব চীনাকেও একই রকম দেখতে!
৫) বয়স
নাতি। দাদু, তোমার বয়স কত?
দাদু। আমার দুটো বয়স- এমনি বয়স আশি আর বিয়ের বয়স পঁচিশ।
'দাদারা ও দিদিরা, আপনারা কচ্ছপ ধুপ জ্বালান, গুড নাইট জ্বালান, অলআউট জ্বালান, তবুও মশা মরে না। দাদারা ও দিদিরা, আমি একটা নতুন পদ্ধতি বলছি। এই নিন চিরকুট। চিরকুটের দাম মাত্র দশ টাকা। আমি চলে গেলে চিরকুট খুলবেন'।
ট্রেনে উপস্থিত সবাই সেই চিরকুট কিনলো। হকার চলে যাওয়ার পরে সকলে চিরকুট খুলে দেখে যে তাতে লেখা আছে- ধরো আর মারো।
২) এয়ার হোস্টেস
স্যার। বড় হয়ে কি হতে চাও?
ছাত্রী। ইয়ার হোস্টেল (এয়ার হোস্টেস বলতে গিয়ে)।
৩) ফাইন চালের ভাত
অজয়। আমি ফাইন চালের ভাত খেয়ে মানুষ, তোর মতো মোটা চালের ভাত খেয়ে মানুষ নই।
বিজয়। মানে যে চাল খেলে মোটা টাকা ফাইন দিতে হয়।
৪) একই রকম
অজয়। সুন্দরবনের সব বাঘ একই রকম দেখতে। কিভাবে বুঝবে যে কে কোনটা?
বিজয়। সব চীনাকেও একই রকম দেখতে!
৫) বয়স
নাতি। দাদু, তোমার বয়স কত?
দাদু। আমার দুটো বয়স- এমনি বয়স আশি আর বিয়ের বয়স পঁচিশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পল্লব ১৮/০৫/২০২৪হা হা হা! ভালো লাগলো!
-
আলমগীর সরকার লিটন ১৫/০৫/২০২৪বেশ মজার কবি দা