জোর করে
জোর করে
প্রেম করা যায় না।
জোর করে
লেখা যায় না।
জোর করে
সেবা করা যায় না।
প্রেমের জন্ম বিশ্বাস থেকে।
বিশ্বাস সহানুভূতির কারণ।
জোর করে সহানুভূতি পাওয়া যায় না।
লেখার জন্ম আত্মবোধ থেকে।
আত্মবোধ সৎসাহসের কারণ।
জোর করে সৎসাহস পাওয়া যায় না।
সেবার জন্ম সচেতনতা থেকে।
সচেতনতা উপলব্ধির কারণ।
জোর করে উপলব্ধি পাওয়া যায় না।
প্রেম করা যায় না।
জোর করে
লেখা যায় না।
জোর করে
সেবা করা যায় না।
প্রেমের জন্ম বিশ্বাস থেকে।
বিশ্বাস সহানুভূতির কারণ।
জোর করে সহানুভূতি পাওয়া যায় না।
লেখার জন্ম আত্মবোধ থেকে।
আত্মবোধ সৎসাহসের কারণ।
জোর করে সৎসাহস পাওয়া যায় না।
সেবার জন্ম সচেতনতা থেকে।
সচেতনতা উপলব্ধির কারণ।
জোর করে উপলব্ধি পাওয়া যায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৫/২০২৪
-
আলমগীর সরকার লিটন ০২/০৫/২০২৪জোর করে কিছু করা যায় না
কবি দা -
ফয়জুল মহী ০১/০৫/২০২৪সুন্দর শব্দচয়ন ও লেখনী
না বুঝে না জেনে বোধের সৃষ্টি হয় না।
জেনে বুঝে মেনে নেয়ার নামই বিশ্বাস ও শক্তি।