ঝুলি ও অন্যান্য
১) ঝুলি
অজয়। আমি লম্বা হওয়ার জন্য রোজ ঝুলি।
বিজয়। বাঁদরের বংশধর।
২) পরীক্ষা
বাবা। পরীক্ষায় কি প্রশ্ন জিজ্ঞেস করেছে?
ছেলে। তাহলে কি উত্তর জিজ্ঞেস করবে!
৩) ডিগ্রী
অতীন। বিমল, তুই কি পাস?
বিমল। এফওএএস। ফাদার অফ এ সন।
বিমল। অতীন, তুই কি পাস?
অতীন। আমি এফওএডি। ফাদার অফ এ ডটার।
৪) জেরা
পুলিশ। কাল রাতে ঠিক কি হয়েছিল?
আসামি। আমি তো আগেই বলেছি যে আমার দাদুর সাথে আপনার দিদিমার বিয়ে হয়েছিল।
পুলিশ। আমার ঠাকুরমাও বেঁচে নেই, মায়ের মাও বেঁচে নেই।
আসামি। আপনার শ্বশুরের মা।
পুলিশ। সেও বেঁচে নেই।
আসামি। তাহলে আপনার শাশুড়ির মা।
পুলিশ। সেও বেঁচে নেই।
আসামি। তাহলে আপনার পাড়ার দিদিমা।
পুলিশ। শয়তান, চালাকি পেয়েছো।
আসামি। সত্যি বলছি, সেই দিদিমা মুখে আপনার নাম নিয়েছিল।
পুলিশ। একই নামের বহু লোক থাকতে পারে।
আসামি। সে এই থানার নাম বলেছে।
পুলিশ। তার নাম বলো।
আসামি। আমি কি করে জানবো!
পুলিশ। নিজের দাদুর নাম মনে আছে তো?
আসামি। পাড়ার দাদু।
পুলিশ। তার নাম জানো?
আসামি। আজ্ঞে হ্যাঁ। তাকে সবাই হরি দাদু বলে ডাকে।
পুলিশ। তুমি কি বিয়েতে উপস্থিত ছিলে?
আসামি। আজ্ঞে হ্যাঁ।
পুলিশ। তাহলে দাঁও মারলো কে?
আসামি। আজ্ঞে, আমি না। আমি বিয়ে খাচ্ছিলাম।
পুলিশ। আমিও সেই বিয়েতে উপস্থিত ছিলাম কিন্তু তোমাকে তো দেখিনি।
আসামি। এর মানে আপনার পাড়ারই দিদিমা!
অজয়। আমি লম্বা হওয়ার জন্য রোজ ঝুলি।
বিজয়। বাঁদরের বংশধর।
২) পরীক্ষা
বাবা। পরীক্ষায় কি প্রশ্ন জিজ্ঞেস করেছে?
ছেলে। তাহলে কি উত্তর জিজ্ঞেস করবে!
৩) ডিগ্রী
অতীন। বিমল, তুই কি পাস?
বিমল। এফওএএস। ফাদার অফ এ সন।
বিমল। অতীন, তুই কি পাস?
অতীন। আমি এফওএডি। ফাদার অফ এ ডটার।
৪) জেরা
পুলিশ। কাল রাতে ঠিক কি হয়েছিল?
আসামি। আমি তো আগেই বলেছি যে আমার দাদুর সাথে আপনার দিদিমার বিয়ে হয়েছিল।
পুলিশ। আমার ঠাকুরমাও বেঁচে নেই, মায়ের মাও বেঁচে নেই।
আসামি। আপনার শ্বশুরের মা।
পুলিশ। সেও বেঁচে নেই।
আসামি। তাহলে আপনার শাশুড়ির মা।
পুলিশ। সেও বেঁচে নেই।
আসামি। তাহলে আপনার পাড়ার দিদিমা।
পুলিশ। শয়তান, চালাকি পেয়েছো।
আসামি। সত্যি বলছি, সেই দিদিমা মুখে আপনার নাম নিয়েছিল।
পুলিশ। একই নামের বহু লোক থাকতে পারে।
আসামি। সে এই থানার নাম বলেছে।
পুলিশ। তার নাম বলো।
আসামি। আমি কি করে জানবো!
পুলিশ। নিজের দাদুর নাম মনে আছে তো?
আসামি। পাড়ার দাদু।
পুলিশ। তার নাম জানো?
আসামি। আজ্ঞে হ্যাঁ। তাকে সবাই হরি দাদু বলে ডাকে।
পুলিশ। তুমি কি বিয়েতে উপস্থিত ছিলে?
আসামি। আজ্ঞে হ্যাঁ।
পুলিশ। তাহলে দাঁও মারলো কে?
আসামি। আজ্ঞে, আমি না। আমি বিয়ে খাচ্ছিলাম।
পুলিশ। আমিও সেই বিয়েতে উপস্থিত ছিলাম কিন্তু তোমাকে তো দেখিনি।
আসামি। এর মানে আপনার পাড়ারই দিদিমা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০২/০৫/২০২৪চমৎকার কবি দা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০১/০৫/২০২৪দারুণ