গোরুমারা ও অন্যান্য
১) গোরুমারা
স্যার। বলো দেখি, গোরুমারার জঙ্গলে কটা গরু আছে?
ছাত্র। সব গরু যদি মেরেই দেন, তাহলে গরু থাকবে কোথা থেকে!
২) ভূত
স্যার। বলো দেখি, কেন মেয়েদের কেবল ভূতে ধরে?
ছাত্র। জানিনা স্যার।
স্যার। কারণ মেয়েরা চুল খোলা রাখে বলে।
ছাত্র। আমাকে ভূতের ভয় দেখিয়ে চুল কাটতে বলছেন স্যার!
৩) মশা
ছাত্র। একটারে মেরে ফেলে রক্ত বার করে দিয়েছি, এবার আরেকটাকে মারবো।
স্যার। শেষ পর্যন্ত জেলে যাবি নাকি রে?
ছাত্র। মশা স্যার, মানুষ নয়।
স্যার। কি আমি মশা, মানুষ নই?
৪) পেন্সিল
স্যার। আমি না থাকলে আমার স্ত্রী পেন্সিল পাবে।
ছাত্র। ওটা পেনশন, পেন্সিল নয়।
৫) টেন্ডেন্সি
স্যার। তোদের টেন্ডেন্সি দেখছিলাম আড়াল থেকে।
ছাত্র। রাভীনা টন্ডনের মতো।
স্যার। বলো দেখি, গোরুমারার জঙ্গলে কটা গরু আছে?
ছাত্র। সব গরু যদি মেরেই দেন, তাহলে গরু থাকবে কোথা থেকে!
২) ভূত
স্যার। বলো দেখি, কেন মেয়েদের কেবল ভূতে ধরে?
ছাত্র। জানিনা স্যার।
স্যার। কারণ মেয়েরা চুল খোলা রাখে বলে।
ছাত্র। আমাকে ভূতের ভয় দেখিয়ে চুল কাটতে বলছেন স্যার!
৩) মশা
ছাত্র। একটারে মেরে ফেলে রক্ত বার করে দিয়েছি, এবার আরেকটাকে মারবো।
স্যার। শেষ পর্যন্ত জেলে যাবি নাকি রে?
ছাত্র। মশা স্যার, মানুষ নয়।
স্যার। কি আমি মশা, মানুষ নই?
৪) পেন্সিল
স্যার। আমি না থাকলে আমার স্ত্রী পেন্সিল পাবে।
ছাত্র। ওটা পেনশন, পেন্সিল নয়।
৫) টেন্ডেন্সি
স্যার। তোদের টেন্ডেন্সি দেখছিলাম আড়াল থেকে।
ছাত্র। রাভীনা টন্ডনের মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৯/০৪/২০২৪বেশ মজার কবি দা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৪/২০২৪রস মাখা মজা নেয়া।
-
Md. Rayhan Kazi ২৭/০৪/২০২৪অসাধারন লেখনী
-
ফয়জুল মহী ২৫/০৪/২০২৪খুব ভালো লাগলো।