কবিতা পড়লে
কবিতা পড়লে ভাব ওঠে-
সে সুখের অথবা দুঃখের।
সুখ পেয়েছি মানে দুঃখ পাবোই,
দুঃখ পেয়েছি মানে সুখের দিন নিকটে-
একে অপরের সারথি:
একে অপরকে টেনে আনে।
যেন আলো ছায়া।
আলোতে চোখ ধাঁধিয়ে যায়
আর নিজের ছায়া মাড়ানো সব থেকে বড় পাপ।
চলো মজার কবিতা লিখি-
যাতে নেই আলো ছায়া।
তাহলে তাতে আছে কি?
কেবলই সৌন্দর্য।
সে সুখের অথবা দুঃখের।
সুখ পেয়েছি মানে দুঃখ পাবোই,
দুঃখ পেয়েছি মানে সুখের দিন নিকটে-
একে অপরের সারথি:
একে অপরকে টেনে আনে।
যেন আলো ছায়া।
আলোতে চোখ ধাঁধিয়ে যায়
আর নিজের ছায়া মাড়ানো সব থেকে বড় পাপ।
চলো মজার কবিতা লিখি-
যাতে নেই আলো ছায়া।
তাহলে তাতে আছে কি?
কেবলই সৌন্দর্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৮/০৫/২০২৪Sundor vabna
-
Md. Rayhan Kazi ২৪/০৪/২০২৪অত্যন্ত সাভলীল ভাষায় দারুণ রচিলেন
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২৪মনমুগ্ধকর শব্দের ফুলঝুরি।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৪/২০২৪সুন্দর কবি
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৪/২০২৪সুন্দর একটি কবিতা পড়লাম।