আমি ভালো আছি
আপনি কেমন আছেন?
তুমি কেমন আছো?
তুই কেমন আছিস?
এখন চিঠি লেখা বন্ধ।
ফোন করা বন্ধ।
কেবল হোয়াটস্যাপ বা ফেসবুক-এ স্টেটাস দেওয়া-
আমি ভালো আছি,
না থাকলেও দেখাতে হবে,
তা না হলে সমাজ জামাকাপড় খুলে নেবে!
আসলে কেউ আমরা ভালো নেই
কারণ অন্যের ব্যথা যদি অনুভব করতে না পারি,
নিজের ব্যথা বুঝবো কি করে!
তুমি কেমন আছো?
তুই কেমন আছিস?
এখন চিঠি লেখা বন্ধ।
ফোন করা বন্ধ।
কেবল হোয়াটস্যাপ বা ফেসবুক-এ স্টেটাস দেওয়া-
আমি ভালো আছি,
না থাকলেও দেখাতে হবে,
তা না হলে সমাজ জামাকাপড় খুলে নেবে!
আসলে কেউ আমরা ভালো নেই
কারণ অন্যের ব্যথা যদি অনুভব করতে না পারি,
নিজের ব্যথা বুঝবো কি করে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৮/২০২৪অসাধারণ।
-
আলমগীর সরকার লিটন ২২/০৪/২০২৪বেশ আবেগময়
-
সুসঙ্গ শাওন ১৯/০৪/২০২৪বেশ,মুগ্ধকর
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০২৪নাইস,অন্তরষ্পর্শী।
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২৪চমৎকার লেখা