বরবাদ ও অন্যান্য
১) বরবাদ
বাবা। মানুষের আশীর্বাদ পেতে শেখ।
ছেলে। বহু মানুষ আবার আশীর বরবাদও করে।
২) লেবু
প্রশ্ন) নীল ষষ্ঠীতে মহাদেবকে পাঁচটা ফল দেওয়া হয়
কিন্তু সেই পাঁচটা ফলের মধ্যে কখনো লেবু দেওয়া হয় না কেন?
উত্তর) টক খেলে বাবার নেশা কেটে যাবে।
৩) স্তবক
অতিথিগণকে পুষ্পস্তবক দেওয়া হবে।
বয়স্ক ভদ্রলোক শুনলেন 'দুষ্টস্তবক'।
৪) জলখাবার
মালকিন। জলখাবারে কি হবে?
চাকরানী। বৌদি, আলু আছে, পটল আছে, বেগুন আছে।
৫) চাল
স্ত্রী। এই চালটা বেশি বাড়ে না।
স্বামী। একটা চাল থেকে কি দুটো হবে!
বাবা। মানুষের আশীর্বাদ পেতে শেখ।
ছেলে। বহু মানুষ আবার আশীর বরবাদও করে।
২) লেবু
প্রশ্ন) নীল ষষ্ঠীতে মহাদেবকে পাঁচটা ফল দেওয়া হয়
কিন্তু সেই পাঁচটা ফলের মধ্যে কখনো লেবু দেওয়া হয় না কেন?
উত্তর) টক খেলে বাবার নেশা কেটে যাবে।
৩) স্তবক
অতিথিগণকে পুষ্পস্তবক দেওয়া হবে।
বয়স্ক ভদ্রলোক শুনলেন 'দুষ্টস্তবক'।
৪) জলখাবার
মালকিন। জলখাবারে কি হবে?
চাকরানী। বৌদি, আলু আছে, পটল আছে, বেগুন আছে।
৫) চাল
স্ত্রী। এই চালটা বেশি বাড়ে না।
স্বামী। একটা চাল থেকে কি দুটো হবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৩/০৪/২০২৪মজাদার উপস্থাপন। আরো মজা হোক সামনে....
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০২৪চমৎকার!
-
আলমগীর সরকার লিটন ১৬/০৪/২০২৪সুন্দর কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৪/২০২৪কৌতুকগুলো সুন্দর।