টম মুডি ও অন্যান্য
১) টম মুডি
অজিতা। আমার সব মুডের ওপর নির্ভর করে। মুড ভালো থাকলে সব ভালো, না থাকলে সব খারাপ।
আকাশ। আপনি কি টম মুডির মানস কন্যা?
২) কর্কটক্রান্তি রেখা
স্যার। তোমরা জানো কর্কটক্রান্তি রেখা বর্ধমানের ওপর দিয়ে গেছে।
ছাত্র। স্যার, কি রঙের কালি দিয়ে দাগ টানা আছে?
৩) এয়ারটেল
বাবা। আমি সত্তর বছরে পা দিয়ে মকটেল পার্টি করবো। আশি বছরে পা দিয়ে ককটেল পার্টি করবো।
ছেলে। তুমি নব্বই ছুঁলে আমি এয়ারটেল-এর টাওয়ার বসাবো বাড়ির ছাদে।
৪) আলু
ক্রেতা। দাদা, চন্দ্রমুখী আলু আছে?
বিক্রেতা। না, জ্যোতি আলু পাবেন।
ক্রেতা। জ্যোতি আলু নেবো না, আমার পার্বতী আলু চাই।
বিক্রেতা। সেই আলু তো গ্রামের জমিদার নিয়ে গেছে, আপনি দেবদাস হয়ে কি করবেন!
৫) কালীপুজো
ছেলে এতো দুরন্ত যে বাবা তার পিছনে কালিপটকা বেঁধে দিয়ে সেটা বাজিয়ে দিলো।
ছেলে আরো এক কাঠি ওপরে- বাবার লুঙ্গির তলায় ছুঁচো বাজি ছেড়ে দিলো।
অজিতা। আমার সব মুডের ওপর নির্ভর করে। মুড ভালো থাকলে সব ভালো, না থাকলে সব খারাপ।
আকাশ। আপনি কি টম মুডির মানস কন্যা?
২) কর্কটক্রান্তি রেখা
স্যার। তোমরা জানো কর্কটক্রান্তি রেখা বর্ধমানের ওপর দিয়ে গেছে।
ছাত্র। স্যার, কি রঙের কালি দিয়ে দাগ টানা আছে?
৩) এয়ারটেল
বাবা। আমি সত্তর বছরে পা দিয়ে মকটেল পার্টি করবো। আশি বছরে পা দিয়ে ককটেল পার্টি করবো।
ছেলে। তুমি নব্বই ছুঁলে আমি এয়ারটেল-এর টাওয়ার বসাবো বাড়ির ছাদে।
৪) আলু
ক্রেতা। দাদা, চন্দ্রমুখী আলু আছে?
বিক্রেতা। না, জ্যোতি আলু পাবেন।
ক্রেতা। জ্যোতি আলু নেবো না, আমার পার্বতী আলু চাই।
বিক্রেতা। সেই আলু তো গ্রামের জমিদার নিয়ে গেছে, আপনি দেবদাস হয়ে কি করবেন!
৫) কালীপুজো
ছেলে এতো দুরন্ত যে বাবা তার পিছনে কালিপটকা বেঁধে দিয়ে সেটা বাজিয়ে দিলো।
ছেলে আরো এক কাঠি ওপরে- বাবার লুঙ্গির তলায় ছুঁচো বাজি ছেড়ে দিলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/১২/২০২৪বেশ ভালো হয়েছে।
-
মধু মঙ্গল সিনহা ১০/০৪/২০২৪অসাধারণ অসাধারণ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৪/২০২৪অতিশয় অন্তরষ্পর্শী।