ভিড় ও অন্যান্য
১) ভিড়
স্বামী। কীসের এতো ভিড় রাস্তায়?
স্ত্রী। একটা চামচিকে একটা হাতিকে ল্যাং মেরেছে।
স্বামী। যেমন কাদায় পড়লে তুমি আমাকে মারো!
স্ত্রী। আমি ল্যাং মারি না, কাঁচি মারি।
২) ঘুমন্ত আগ্নেয়গিরি
ও পুরো জাপানিদের মতো। শান্ত স্বভাবের। কাজে দারুণ ভক্তি।
একেবারে ঘুমন্ত আগ্নেয়গিরি।
৩) বিয়ে
অপা। রূপা, তোর এখনো বিয়ে হল না রে? আমার চার বছর হল বিয়ে হয়েছে।
রূপা। তুই কী আমার বিয়ের অপেক্ষা করছিস- কবে আমার বিয়ে হবে, তবে তুই মা হবি!
৪) প্লাস্টার অফ প্যারিস
রোগী। এমন পেট খারাপ যে বন্ধই হচ্ছে না।
ডাক্তার। মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস করতে হবে।
৫) ক্যালাস
মাস্টার ছাত্রকে ক্যালাস ছেলে বলতে গিয়ে বললেন, 'ক্যালকুলাস ছেলে'।
৬) এম্বিশন
ছাত্র দেশকে এতো ভালোবাসে যে এম্বিশন বলতে গিয়ে বললো, 'এম্বিনেশন'।
স্বামী। কীসের এতো ভিড় রাস্তায়?
স্ত্রী। একটা চামচিকে একটা হাতিকে ল্যাং মেরেছে।
স্বামী। যেমন কাদায় পড়লে তুমি আমাকে মারো!
স্ত্রী। আমি ল্যাং মারি না, কাঁচি মারি।
২) ঘুমন্ত আগ্নেয়গিরি
ও পুরো জাপানিদের মতো। শান্ত স্বভাবের। কাজে দারুণ ভক্তি।
একেবারে ঘুমন্ত আগ্নেয়গিরি।
৩) বিয়ে
অপা। রূপা, তোর এখনো বিয়ে হল না রে? আমার চার বছর হল বিয়ে হয়েছে।
রূপা। তুই কী আমার বিয়ের অপেক্ষা করছিস- কবে আমার বিয়ে হবে, তবে তুই মা হবি!
৪) প্লাস্টার অফ প্যারিস
রোগী। এমন পেট খারাপ যে বন্ধই হচ্ছে না।
ডাক্তার। মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস করতে হবে।
৫) ক্যালাস
মাস্টার ছাত্রকে ক্যালাস ছেলে বলতে গিয়ে বললেন, 'ক্যালকুলাস ছেলে'।
৬) এম্বিশন
ছাত্র দেশকে এতো ভালোবাসে যে এম্বিশন বলতে গিয়ে বললো, 'এম্বিনেশন'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/১২/২০২৪দারুন উপস্থাপন। সবগুলোই সুন্দর।
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০২৪অনবদ্য লেখনী।ভালো লাগলো।
-
আনাস খান ০৬/০৪/২০২৪বেশ মজার
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৪/২০২৪বেশ!
-
আলমগীর সরকার লিটন ০১/০৪/২০২৪সুন্দর কবি
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৩/২০২৪অনন্য সবক’টি!
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২৪চমৎকার উপস্থাপন । শুধুই মুগ্ধতা। 💜
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৩/২০২৪দারুণ