স্টিকার ও অন্যান্য
১) স্টিকার
বাবা। তুই এক কথায় সারাদিন স্টিক করে থাকিস কেন রে?
ছেলে। আমার মুখে স্টিকার মেরে দাও, তাহলেই আর স্টিক করবো না।
২) কন্ট্রোল
বাবা। কন্ট্রোল ইওরসেল্ফ।
ছেলে। লুস কন্ট্রোল।
৩) আঁকা
বাবা। একটা কুমীরের ছবি আঁক দেখি।
ছেলে। এঁকেছি বাবা।
বাবা। এতো বুঁদবুঁদ!
ছেলে। ও এখনই জল থেকে মুখ বার করেছিল, তুমি খাতা হাতে নিতেই বুঁদবুঁদ কেটে জলের নীচে চলে গেল।
৪) ফায়েড
আমি কোয়ালিফায়েড, তুমি ইলেক্ট্রিফায়েড, সে হরিফায়েড আর ও ক্রুসিফায়েড।
৫) কেমিস্ট্রি
বর। আমি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াই।
বৌ। আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াই।
পাড়ার লোক। তাহলে আপনাদের সন্তান নিশ্চয় ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াবে।
৬) সমুদ্র সৈকত
স্যার। সমুদ্র সৈকতে বেশি বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সুনামি আসতে পারে।
ছাত্র। কত বুড়ো বুড়ো লোক কচি কচি মেয়েদের সাথে সৈকতে বসে রোদ পোহায়, তাদের কিছু হয় না আর আমি গেলেই যত দোষ।
৭) সমান
প্রশ্ন) যে যার জায়গায় বড়, সবাই সমান। তবু কেন এ তারতম্য?
উত্তর) এর কারণ, মানুষের দু কান- এক কান দিয়ে শোনে আর আরেক কান দিয়ে কানাকানি করে।
বাবা। তুই এক কথায় সারাদিন স্টিক করে থাকিস কেন রে?
ছেলে। আমার মুখে স্টিকার মেরে দাও, তাহলেই আর স্টিক করবো না।
২) কন্ট্রোল
বাবা। কন্ট্রোল ইওরসেল্ফ।
ছেলে। লুস কন্ট্রোল।
৩) আঁকা
বাবা। একটা কুমীরের ছবি আঁক দেখি।
ছেলে। এঁকেছি বাবা।
বাবা। এতো বুঁদবুঁদ!
ছেলে। ও এখনই জল থেকে মুখ বার করেছিল, তুমি খাতা হাতে নিতেই বুঁদবুঁদ কেটে জলের নীচে চলে গেল।
৪) ফায়েড
আমি কোয়ালিফায়েড, তুমি ইলেক্ট্রিফায়েড, সে হরিফায়েড আর ও ক্রুসিফায়েড।
৫) কেমিস্ট্রি
বর। আমি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াই।
বৌ। আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াই।
পাড়ার লোক। তাহলে আপনাদের সন্তান নিশ্চয় ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াবে।
৬) সমুদ্র সৈকত
স্যার। সমুদ্র সৈকতে বেশি বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সুনামি আসতে পারে।
ছাত্র। কত বুড়ো বুড়ো লোক কচি কচি মেয়েদের সাথে সৈকতে বসে রোদ পোহায়, তাদের কিছু হয় না আর আমি গেলেই যত দোষ।
৭) সমান
প্রশ্ন) যে যার জায়গায় বড়, সবাই সমান। তবু কেন এ তারতম্য?
উত্তর) এর কারণ, মানুষের দু কান- এক কান দিয়ে শোনে আর আরেক কান দিয়ে কানাকানি করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৪/২০২৪চমৎকার!
-
পরিতোষ ভৌমিক ২ ২৯/০৩/২০২৪মৌলিক ।
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২৪বেশ নতুনত্ব কবি দা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৫/০৩/২০২৪অপূর্ব