অতি ও সংগ্রাম
১) অতি
অন্ধকারে দেখা যায় না,
দু চোখ ভরে দেখতে গেলে আলো চাই,
কিন্তু অতি আলো মানে অন্ধকার।
অতি ভালো মানে খারাপ,
অতি ভালোবাসা আরো খারাপ।
তার থেকেও খারাপ অতি উপদেশ দেওয়া।
২) সংগ্রাম
উঁচুতে উঠতে গেলে সকলকেই সংগ্রাম করতে হয়-
যে সংগ্রাম করেনি,
সে বেশি ওপরে ওঠেনি।
কিন্তু ভেবে দেখুন
যদি কারোকে দুটো সংগ্রাম করতে হয় একসাথে-
ক্যারিয়ার ও ইকোনমি,
সে অনেকটাই পিছিয়ে পড়ে।
কাল যদি পেটের চিন্তা থাকে,
তাহলে আজ লেখাপড়া করবে কিভাবে!
মাথার ওপর যার ছাদ আছে,
তার রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশি অসুবিধে হয় না।
যার তা নেই,
সে বারবার রাস্তায় মুখ থুবড়ে পড়ে।
অন্ধকারে দেখা যায় না,
দু চোখ ভরে দেখতে গেলে আলো চাই,
কিন্তু অতি আলো মানে অন্ধকার।
অতি ভালো মানে খারাপ,
অতি ভালোবাসা আরো খারাপ।
তার থেকেও খারাপ অতি উপদেশ দেওয়া।
২) সংগ্রাম
উঁচুতে উঠতে গেলে সকলকেই সংগ্রাম করতে হয়-
যে সংগ্রাম করেনি,
সে বেশি ওপরে ওঠেনি।
কিন্তু ভেবে দেখুন
যদি কারোকে দুটো সংগ্রাম করতে হয় একসাথে-
ক্যারিয়ার ও ইকোনমি,
সে অনেকটাই পিছিয়ে পড়ে।
কাল যদি পেটের চিন্তা থাকে,
তাহলে আজ লেখাপড়া করবে কিভাবে!
মাথার ওপর যার ছাদ আছে,
তার রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশি অসুবিধে হয় না।
যার তা নেই,
সে বারবার রাস্তায় মুখ থুবড়ে পড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০৩/২০২৪সুন্দর অনুভূতি থেকে লেখা কবিতা দুটি!
-
ফয়জুল মহী ২০/০৩/২০২৪Excellent
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/০৩/২০২৪ভালো