চার্জড ওর অন্যান্য
১) চার্জড
অরূপ। মাইন্ড চার্জড, বডি চার্জড।
আয়ান। ওই ড্রিঙ্কটা খেলে মাইন্ড বডি দুটোই পুরোপুরি ডিসচার্জড হয়ে যায় রে।
২) বিয়াল্লিশ
স্যার বললেন, 'বিয়াল্লিশ', ছাত্র শুনলো- বিয়েতে ইলিশ।
৩) ডাক্তারদের নাম
আমরা মানুষেরা ডাক্তারদের নাম বলতে পারি। কুকুর, বিড়াল, হাঁস ও মুরগি তা পারে না। এর থেকে কি প্রমাণিত হয়?
মানুষ নানা ভাবে নানা জনকে ডাকে, পশুপাখির এক একজনের একটাই ডাক।
৪) এবারে বিয়ে
মানুষের মহিলা ডাক্তার কখনো কুকুরের পুরুষ ডাক্তাকে বিয়ে করে না কিন্তু উল্টোটা মানে, মানুষের পুরুষ ডাক্তার কুকুরের মহিলা ডাক্তারকে বিয়ে করতে পারে, কেন?
কারণ, ছেলেরা প্রায় সব ক্ষেত্রে নীচে তাকিয়ে মালা বদল করে, মেয়েরা ওপরে তাকিয়ে যা করে।
৫) নির্বিকার
এক স্বামীর বিলাপ- আমি বিয়ের আগে নির্বিকার ছিলাম, বিয়ের পরে আমার নির্বিকার ইতি হয়ে গেছে।
৬) টপ
স্যার। সব সময় টপ -এ ওঠার চেষ্টা করো।
ছাত্র। আমি সারাদিন জিন্স-এর সাথে তাই টপ পরে ঘুরি, যাতে সহজেই টপ-এ উঠতে পারি।
৭) কন্ডাক্টর
নাতি। কোন ডক্টরের কাছে যাবে?
দাদু কানে খাটো, কোন ডক্টর-এর জায়গায় শুনলো কন্ডাক্টর।
৮) কাতার এয়ারওয়েজ
মা। কাতার জায়গাটার নাম প্রথম শুনলাম।
ছেলে। আগেও শুনেছো, বলে না কাতারে কাতারে লোক এসেছে।
অরূপ। মাইন্ড চার্জড, বডি চার্জড।
আয়ান। ওই ড্রিঙ্কটা খেলে মাইন্ড বডি দুটোই পুরোপুরি ডিসচার্জড হয়ে যায় রে।
২) বিয়াল্লিশ
স্যার বললেন, 'বিয়াল্লিশ', ছাত্র শুনলো- বিয়েতে ইলিশ।
৩) ডাক্তারদের নাম
আমরা মানুষেরা ডাক্তারদের নাম বলতে পারি। কুকুর, বিড়াল, হাঁস ও মুরগি তা পারে না। এর থেকে কি প্রমাণিত হয়?
মানুষ নানা ভাবে নানা জনকে ডাকে, পশুপাখির এক একজনের একটাই ডাক।
৪) এবারে বিয়ে
মানুষের মহিলা ডাক্তার কখনো কুকুরের পুরুষ ডাক্তাকে বিয়ে করে না কিন্তু উল্টোটা মানে, মানুষের পুরুষ ডাক্তার কুকুরের মহিলা ডাক্তারকে বিয়ে করতে পারে, কেন?
কারণ, ছেলেরা প্রায় সব ক্ষেত্রে নীচে তাকিয়ে মালা বদল করে, মেয়েরা ওপরে তাকিয়ে যা করে।
৫) নির্বিকার
এক স্বামীর বিলাপ- আমি বিয়ের আগে নির্বিকার ছিলাম, বিয়ের পরে আমার নির্বিকার ইতি হয়ে গেছে।
৬) টপ
স্যার। সব সময় টপ -এ ওঠার চেষ্টা করো।
ছাত্র। আমি সারাদিন জিন্স-এর সাথে তাই টপ পরে ঘুরি, যাতে সহজেই টপ-এ উঠতে পারি।
৭) কন্ডাক্টর
নাতি। কোন ডক্টরের কাছে যাবে?
দাদু কানে খাটো, কোন ডক্টর-এর জায়গায় শুনলো কন্ডাক্টর।
৮) কাতার এয়ারওয়েজ
মা। কাতার জায়গাটার নাম প্রথম শুনলাম।
ছেলে। আগেও শুনেছো, বলে না কাতারে কাতারে লোক এসেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১১/০৩/২০২৪ভালো