বাঁচতে গেলে
বাঁচতে গেলে
মান অভিমান বেশি থাকাটা
মোটেই ভাল নয়।
অতি মান বেমানান
কারণ লাথি না খেলে ওপরে ওঠা যায় না-
যত লাথি খাবে, তত ওপরে উঠবে।
অতি অভিমান বেমানান
কারণ পরের কথায় যত ব্যথা পাবে,
ততই নিজেকে হারাবে
আর পরের কথা যত ফেলে দেবে,
ততই পরকে পায়ের তলায় রাখতে পারবে।
মান অভিমান বেশি থাকাটা
মোটেই ভাল নয়।
অতি মান বেমানান
কারণ লাথি না খেলে ওপরে ওঠা যায় না-
যত লাথি খাবে, তত ওপরে উঠবে।
অতি অভিমান বেমানান
কারণ পরের কথায় যত ব্যথা পাবে,
ততই নিজেকে হারাবে
আর পরের কথা যত ফেলে দেবে,
ততই পরকে পায়ের তলায় রাখতে পারবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২৪চমৎকার
-
ফয়জুল মহী ১২/০৩/২০২৪অসাধারণ প্রকাশ
ভীষণ ভালো লাগলো -
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১১/০৩/২০২৪ভালো থাকবেন