অভিনন্দনকে অভিনন্দন
আমি দেশপ্রেমিক নই, দেশদ্রোহীও নই।
আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ,
তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য।
আমি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চাই না।
কোনো মায়ের কোল খালি করতে চাই না।
এর কারণ আমি ক্ষমতাকে ঘৃণা করি।
যে ক্ষমতা চায়, ক্ষমতাই তাকে হত্যা করে।
ঈশ্বরের দরবারে প্রার্থনা করি-
শত শত অভিনন্দন যেন মায়ের কোলে ফিরে আসে!
আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ,
তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য।
আমি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চাই না।
কোনো মায়ের কোল খালি করতে চাই না।
এর কারণ আমি ক্ষমতাকে ঘৃণা করি।
যে ক্ষমতা চায়, ক্ষমতাই তাকে হত্যা করে।
ঈশ্বরের দরবারে প্রার্থনা করি-
শত শত অভিনন্দন যেন মায়ের কোলে ফিরে আসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২৪সঠিক কথাগুলো