আজা ও অন্যান্য
১) আজা
প্রীতম ও সুজয় তখন মাঝপথে। গন্তব্যে পৌঁছতে আরো এক ঘন্টা লাগবে। বাস ছুটছে।
হঠাৎ প্রীতম বললো, 'আমার বেগ বাঘের যা'। সাথে সাথে সুজয় বলে উঠলো, 'আজা আ আ আজা'।
২) ড্রেস
প্রীতম। আমি সারাদিন ফিটফাট হয়ে থাকি। স্যুট বুট ছাড়া আমি পরি না।
সুজয়। তুই কি ঘরেও গামবুট পরে থাকিস?
৩) রণপা
শ্রীমা। আমি হাই হিল পরি যাতে লম্বা ছেলেদের নাগাল পাই।
জয়া। তুই রণপা পরে হাঁট, নাগাল তো পাবি, সাথে ডাকাতিও করতে পারবি।
৪) চান্স
প্রতাপ। কিভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে?
অমর। এক দৌড়ে সেখানে পুঁছেছিলাম তাই।
৫) আলু
স্যার। সব সব্জিতে কেন আলু দেয়?
ছাত্র ১। আলু সস্তা বলে।
ছাত্র ২। আলুর স্বাদ বেশি।
ছাত্র ৩। আপনার টাকটা আলুর মতো তাই।
ছাত্র ৪। আপনার গিন্নি হাতুড়ি মারার জন্য আপনার টাকে আলু হয়েছে তাই।
৬) পুনে
স্যার। কলকাতা থেকে কিভাবে পুনে যাবে?
ছাত্র ১। ট্রেন-এ চেপে।
ছাত্র ২। প্লেন-এ চেপে।
ছাত্র ৩। বসে অথবা গাড়িতে চেপে।
ছাত্র 8। আপনি কিসে টিকিট কাটবেন তার ওপর নির্ভর করছে।
প্রীতম ও সুজয় তখন মাঝপথে। গন্তব্যে পৌঁছতে আরো এক ঘন্টা লাগবে। বাস ছুটছে।
হঠাৎ প্রীতম বললো, 'আমার বেগ বাঘের যা'। সাথে সাথে সুজয় বলে উঠলো, 'আজা আ আ আজা'।
২) ড্রেস
প্রীতম। আমি সারাদিন ফিটফাট হয়ে থাকি। স্যুট বুট ছাড়া আমি পরি না।
সুজয়। তুই কি ঘরেও গামবুট পরে থাকিস?
৩) রণপা
শ্রীমা। আমি হাই হিল পরি যাতে লম্বা ছেলেদের নাগাল পাই।
জয়া। তুই রণপা পরে হাঁট, নাগাল তো পাবি, সাথে ডাকাতিও করতে পারবি।
৪) চান্স
প্রতাপ। কিভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে?
অমর। এক দৌড়ে সেখানে পুঁছেছিলাম তাই।
৫) আলু
স্যার। সব সব্জিতে কেন আলু দেয়?
ছাত্র ১। আলু সস্তা বলে।
ছাত্র ২। আলুর স্বাদ বেশি।
ছাত্র ৩। আপনার টাকটা আলুর মতো তাই।
ছাত্র ৪। আপনার গিন্নি হাতুড়ি মারার জন্য আপনার টাকে আলু হয়েছে তাই।
৬) পুনে
স্যার। কলকাতা থেকে কিভাবে পুনে যাবে?
ছাত্র ১। ট্রেন-এ চেপে।
ছাত্র ২। প্লেন-এ চেপে।
ছাত্র ৩। বসে অথবা গাড়িতে চেপে।
ছাত্র 8। আপনি কিসে টিকিট কাটবেন তার ওপর নির্ভর করছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০২/২০২৪খুব ভালো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০২/২০২৪ভালো