মন্ত্র ও অন্যান্য
১) মন্ত্র
জ্যোতিষী। এই মন্ত্রটা বললে স্বামী হাতে থাকবে। আর এই মন্ত্রটা বললে প্রেমিক হাতে থাকবে।
সুজিতা। যদি দুটোই বলি!
২) রসুন
বাবা। বালিশের তলায় রসুন রেখে দিলে রাতে ঘুম ভালো আসে।
ছেলে। রসুন বালিশের তলায় না রেখে যদি কোমরের তলায় রাখি, তাহলে গভীর ঘুম আসে।
৩) সিসিটিভি
প্রতিবেশী। বাড়ির চারদিকে সিসিটিভি বসাও, তাহলেই বুঝবে যে কে রোজ তোমাদের উঠোনে ময়লা ফেলে যায়।
গোপা জেঠিমা। অশরীরী আত্মা সিসিটিভি-তে ধরা পড়ে না।
৪) মহানায়ক
বহু কাল আগের কথা। দাদু দিদিমাকে বলেছিলেন, 'মহানায়কের মৃত্যুতে এতো চোখের জল ফেলছো, আমার জন্য কিছু সঞ্চয় করে রেখে দাও'।
জ্যোতিষী। এই মন্ত্রটা বললে স্বামী হাতে থাকবে। আর এই মন্ত্রটা বললে প্রেমিক হাতে থাকবে।
সুজিতা। যদি দুটোই বলি!
২) রসুন
বাবা। বালিশের তলায় রসুন রেখে দিলে রাতে ঘুম ভালো আসে।
ছেলে। রসুন বালিশের তলায় না রেখে যদি কোমরের তলায় রাখি, তাহলে গভীর ঘুম আসে।
৩) সিসিটিভি
প্রতিবেশী। বাড়ির চারদিকে সিসিটিভি বসাও, তাহলেই বুঝবে যে কে রোজ তোমাদের উঠোনে ময়লা ফেলে যায়।
গোপা জেঠিমা। অশরীরী আত্মা সিসিটিভি-তে ধরা পড়ে না।
৪) মহানায়ক
বহু কাল আগের কথা। দাদু দিদিমাকে বলেছিলেন, 'মহানায়কের মৃত্যুতে এতো চোখের জল ফেলছো, আমার জন্য কিছু সঞ্চয় করে রেখে দাও'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০২/২০২৪খুব সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৮/০২/২০২৪বেশ ভাবনাময়
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০২/২০২৪বেশ।