এক কথা ও অন্যান্য
১) এক কথা
বাবা। সারাদিন কানের কাছে এক কথা ভালো লাগে বল!
ছেলে। পাড়ার কুকুরটা তো সারাদিন ভৌ ভৌ করে, কই ওকে তো তুমি কখনো কিছু বলো না!
২) মুরগির ডাক্তার
স্যার। তুমি মানুষের ডাক্তারি ছেড়ে কেন মুরগির ডাক্তারি পড়বে?
ছাত্র। মেয়ে মানুষ প্রেমে ঠকাতে পারে, কিন্তু মুরগি শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকে!
৩) মন্ত্র
জনতা। বামুন ঠাকুর, আপনি মন্ত্র জানেন না অথচ গলায় পৈতে রাখেন!
বামুন। পথে ঘাটে যদি সাপে কাটে, তাহলে পায়ে বাঁধবো, যাতে বিষটা ওপরে না ওঠে।
৪) হারপেটোলজি (সরীসৃপ-সংক্রান্ত বিদ্যা)
স্যার। হারপেটোলজি মানে কি?
ছাত্র। যেখানে হাড় দিয়ে সকলকে পেটানো হয়।
বাবা। সারাদিন কানের কাছে এক কথা ভালো লাগে বল!
ছেলে। পাড়ার কুকুরটা তো সারাদিন ভৌ ভৌ করে, কই ওকে তো তুমি কখনো কিছু বলো না!
২) মুরগির ডাক্তার
স্যার। তুমি মানুষের ডাক্তারি ছেড়ে কেন মুরগির ডাক্তারি পড়বে?
ছাত্র। মেয়ে মানুষ প্রেমে ঠকাতে পারে, কিন্তু মুরগি শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকে!
৩) মন্ত্র
জনতা। বামুন ঠাকুর, আপনি মন্ত্র জানেন না অথচ গলায় পৈতে রাখেন!
বামুন। পথে ঘাটে যদি সাপে কাটে, তাহলে পায়ে বাঁধবো, যাতে বিষটা ওপরে না ওঠে।
৪) হারপেটোলজি (সরীসৃপ-সংক্রান্ত বিদ্যা)
স্যার। হারপেটোলজি মানে কি?
ছাত্র। যেখানে হাড় দিয়ে সকলকে পেটানো হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১৭/০২/২০২৪খুব একটা হাসি না পেলেও, ঘটনা গুলো সব মৌলিক । শুভেচ্ছা জানাই ।