ভূত ও অন্যান্য
১) ভূত
ছেলে। টিভি-তে কেবল মেয়ে ভূতই দেখায়, কেন মেয়েরাই বেশি ভূত হয়?
বাবা। বড় চুল খোলা রাখে বলে।
২) হাঁটু
বাবা। বেশি বৈঠক করলে ভবিষ্যতে হাঁটুতে ব্যথা হতে পারে।
ছেলে। ছাগলের হাঁটু বসিয়ে নেবো।
৩) এক শত আট
স্যার। পুজোয় কটা পদ্ম লাগে জানো?
ছাত্র। আজ্ঞে স্যার, এক শত আট।
স্যার। কিভাবে বুঝলে?
ছাত্র। বাঙালিদের প্রেম ও পুজো দুটোই তো অস্ত্র।
৪) বাঁধ
স্যার। বাঁধে কখন জল ছাড়ে বলতে পারো?
ছাত্র। আজ্ঞে স্যার, আমি নিজের জলটুকু ছাড়ার সময় সুযোগ ঠিক করতে পারি না, বাঁধের কথা কিভাবে জানবো?
৫) দরদাম
অমিত। সব লেখাপড়ারই দর আছে।
অসিত। তাহলে মাইনে কেন এক দামের হয় না।
ছেলে। টিভি-তে কেবল মেয়ে ভূতই দেখায়, কেন মেয়েরাই বেশি ভূত হয়?
বাবা। বড় চুল খোলা রাখে বলে।
২) হাঁটু
বাবা। বেশি বৈঠক করলে ভবিষ্যতে হাঁটুতে ব্যথা হতে পারে।
ছেলে। ছাগলের হাঁটু বসিয়ে নেবো।
৩) এক শত আট
স্যার। পুজোয় কটা পদ্ম লাগে জানো?
ছাত্র। আজ্ঞে স্যার, এক শত আট।
স্যার। কিভাবে বুঝলে?
ছাত্র। বাঙালিদের প্রেম ও পুজো দুটোই তো অস্ত্র।
৪) বাঁধ
স্যার। বাঁধে কখন জল ছাড়ে বলতে পারো?
ছাত্র। আজ্ঞে স্যার, আমি নিজের জলটুকু ছাড়ার সময় সুযোগ ঠিক করতে পারি না, বাঁধের কথা কিভাবে জানবো?
৫) দরদাম
অমিত। সব লেখাপড়ারই দর আছে।
অসিত। তাহলে মাইনে কেন এক দামের হয় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৬/২০২৪মন জিতে নিলে
-
জে এস এম অনিক ১০/০২/২০২৪চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০২/২০২৪অসাধারণ, সবক’টি!