এক কবিকে
এটা তো মানেন-
মহাকবি কালিদাস থেকে নীরার নায়ক সুনীল-
সবাই সভাকবি।
উনি যতদিন আল স্ট্রিট-এ ছিলেন,
ততদিন নির্বোধ ছিলেন।
তারপর একদিন হঠাৎ বাগানে ঢুকে জোড়া ফুল তুললেন-
সুবোধ জন্মালো।
আচ্ছা বলতে পারেন তার দোষটা কোথায়?
জবাব না পেলে কোনো কাছারি বাড়িতে নয়,
সোজা সরকার বাবুর কাছে আমি আপিল করবো!
মহাকবি কালিদাস থেকে নীরার নায়ক সুনীল-
সবাই সভাকবি।
উনি যতদিন আল স্ট্রিট-এ ছিলেন,
ততদিন নির্বোধ ছিলেন।
তারপর একদিন হঠাৎ বাগানে ঢুকে জোড়া ফুল তুললেন-
সুবোধ জন্মালো।
আচ্ছা বলতে পারেন তার দোষটা কোথায়?
জবাব না পেলে কোনো কাছারি বাড়িতে নয়,
সোজা সরকার বাবুর কাছে আমি আপিল করবো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০২/০৫/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০১/০২/২০২৪বেশ ভাবনাময়
-
আব্দুর রহমান আনসারী ২৩/০১/২০২৪অনুপম
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০১/২০২৪বেশ
-
আহমেদ সজীব ১৭/০১/২০২৪অসাধারণ লেখার বাচনভঙ্গি। শুভ কামনা প্রিয় কবি
-
ফয়জুল মহী ১৬/০১/২০২৪অনবদ্য কাব্যিক প্রকাশ।