ফাটল
মাটিতে ফাটল ধরেছে।
একজন বললো, 'সিমেন্ট করে দাও'।
কিন্তু সিমেন্ট করে দিলে গাছ কিভাবে জন্মাবে!
শক্ত হাতে দমনে বিপদ।
আরেকজন বললো, 'মাটির প্রলেপ দিয়ে দাও'।
যাকে যেমন, তাকে তেমন।
জীবন জন্মাবে।
অপরজন বললো, 'বালি দিয়ে ঢেকে দাও'।
বালিতে গাছ কখনো জন্মাবে না।
নরম হাতে দমনেও বিপদ।
একজন বললো, 'সিমেন্ট করে দাও'।
কিন্তু সিমেন্ট করে দিলে গাছ কিভাবে জন্মাবে!
শক্ত হাতে দমনে বিপদ।
আরেকজন বললো, 'মাটির প্রলেপ দিয়ে দাও'।
যাকে যেমন, তাকে তেমন।
জীবন জন্মাবে।
অপরজন বললো, 'বালি দিয়ে ঢেকে দাও'।
বালিতে গাছ কখনো জন্মাবে না।
নরম হাতে দমনেও বিপদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৪/০৩/২০২৪চমৎকার লিখেছেন
-
Md. Rayhan Kazi ০৪/০১/২০২৪অসাধারণ লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০১/২০২৪দারুণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০১/২০২৪বেশ
-
ফয়জুল মহী ০২/০১/২০২৪অনবদ্য উপস্থাপনা সুহৃদ