নিয়ম নিষ্ঠা
'কখন অঙ্ক করবে আর কখন কবিতা লিখবে'?
'আমি সারাদিন অঙ্ক করি- সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাত।
ঘুমোতে যাওয়ার আগে কবিতা লিখি'।
'কবিতা লিখতে লিখতে অঙ্ক ছেড়ে দেবে না তো'?
'সাহিত্য আমার জীবন আর বিজ্ঞান আমার জীবিকা।
জীবন ছাড়া জীবিকা বাঁচে না কখনো- আগে জীবন, তারপর জীবিকা।
আবার জীবিকা না থাকলে জীবন চলবে কিভাবে?
পেটে ভাত না পড়লে কবিতা জন্মায় না।
কবিতা ও অঙ্ক একে অপরের পরিপূরক-
যে কোনো একটা ছাড়া মানেই মৃত্যু'।
'পয়সা দিয়ে যখন অঙ্ক শিখছো, তখন অঙ্কটাই হোক। নাম হোক অঙ্কে'।
'শিক্ষা অন্তর থেকে আসে-
অন্তরকে যে অস্বীকার করে, সে দুনিয়ার সব থেকে বড় পাপী।
যেভাবে আসে, সেই ভাবেই জ্ঞান অর্জন করি-
অন্তরের ওপর আধিপত্য বিস্তারের নাম হল মৃত্যু।
দুটো কাজই নিয়ম নিষ্ঠার সাথে করি, তাঁর কী ইচ্ছা কে জানে'?
'দার্শনিকের মতো কথা বলছো যে'?
'দার্শনিক সত্তা যদি না বাঁচে, তাহলে বিজ্ঞানী সত্তার বাঁচা দায় কিন্তু বিজ্ঞানী সত্তা না বাঁচলেও দার্শনিক সত্তা বাঁচতে পারে'।
'জ্ঞানদাতা যে'।
'তাহলে শুনুন জ্ঞানপাপী, মিষ্টির দোকানে কেবল রসগোল্লা পাওয়া যায় না, সব ছাঁচের মিষ্টি পাওয়া যায়। সকলে এক ছাঁচে বড় হয় না। আমাকে আমার মতো বড় হতে দিন'।
'আমি সারাদিন অঙ্ক করি- সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাত।
ঘুমোতে যাওয়ার আগে কবিতা লিখি'।
'কবিতা লিখতে লিখতে অঙ্ক ছেড়ে দেবে না তো'?
'সাহিত্য আমার জীবন আর বিজ্ঞান আমার জীবিকা।
জীবন ছাড়া জীবিকা বাঁচে না কখনো- আগে জীবন, তারপর জীবিকা।
আবার জীবিকা না থাকলে জীবন চলবে কিভাবে?
পেটে ভাত না পড়লে কবিতা জন্মায় না।
কবিতা ও অঙ্ক একে অপরের পরিপূরক-
যে কোনো একটা ছাড়া মানেই মৃত্যু'।
'পয়সা দিয়ে যখন অঙ্ক শিখছো, তখন অঙ্কটাই হোক। নাম হোক অঙ্কে'।
'শিক্ষা অন্তর থেকে আসে-
অন্তরকে যে অস্বীকার করে, সে দুনিয়ার সব থেকে বড় পাপী।
যেভাবে আসে, সেই ভাবেই জ্ঞান অর্জন করি-
অন্তরের ওপর আধিপত্য বিস্তারের নাম হল মৃত্যু।
দুটো কাজই নিয়ম নিষ্ঠার সাথে করি, তাঁর কী ইচ্ছা কে জানে'?
'দার্শনিকের মতো কথা বলছো যে'?
'দার্শনিক সত্তা যদি না বাঁচে, তাহলে বিজ্ঞানী সত্তার বাঁচা দায় কিন্তু বিজ্ঞানী সত্তা না বাঁচলেও দার্শনিক সত্তা বাঁচতে পারে'।
'জ্ঞানদাতা যে'।
'তাহলে শুনুন জ্ঞানপাপী, মিষ্টির দোকানে কেবল রসগোল্লা পাওয়া যায় না, সব ছাঁচের মিষ্টি পাওয়া যায়। সকলে এক ছাঁচে বড় হয় না। আমাকে আমার মতো বড় হতে দিন'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০১/২০২৪অনন্য শব্দভান্ডারে দারুণ রচিলেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০১/২০২৪অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ৩১/১২/২০২৩চমৎকার
-
ফয়জুল মহী ৩০/১২/২০২৩খুবই সুন্দর লিখেছেন। মুগ্ধতা রইলো।