সন্তান শাসন
প্রয়োজনে শাসন করো,
অপ্রয়োজনে নয়।
প্রয়োজন মানে-
যখন সন্তান বলে,
'সকলকে পায়ের তলায় রাখবো'।
অপ্রয়োজন মানে-
যখন সন্তান পরের দুঃখে কান দেয়
নিজের কথা ভুলে।
অপ্রয়োজনে নয়।
প্রয়োজন মানে-
যখন সন্তান বলে,
'সকলকে পায়ের তলায় রাখবো'।
অপ্রয়োজন মানে-
যখন সন্তান পরের দুঃখে কান দেয়
নিজের কথা ভুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ২৫/১২/২০২৩কথাটা সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১২/২০২৩বেশ বলেছেন!
-
ফয়জুল মহী ২৩/১২/২০২৩চমৎকার
-
সুসঙ্গ শাওন ২৩/১২/২০২৩সুন্দর লিখেছেন